কলকাতা 12 এপ্রিল : শীতলকুচির ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর দাবি, হাইকোর্টের কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। মৃতদের যথাযথ আর্থিক সাহায্যের দাবিও করা হয়েছে এই জনস্বার্থ মামলায় ৷
গত 10 এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে দু’টি ভিন্ন ঘটনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে ৷ সেই ঘটনায় এবার নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সাহায্যের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷ মামলাকারীর তরফে অত্যন্ত ক্ষোভের সাথে জানানো যে, কেন্দ্রীয় বাহিনীকে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য পাঠানো হয়েছে ৷ তারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন। নীরিহ মানুষদের গুলি করে হত্যা করেছে । পৃথক দু’টি ঘটনায় মোট 5 জন চতুর্থ দফার ভোটের দিন মারা গিয়েছেন । কোচবিহারের শীতলকুচির 126 নম্বর বুথে যাঁদের মারা হয়েছে, তাঁরা কেউ সন্ত্রাসবাদী নন । যে আচরণ কেন্দ্রীয় বাহিনীর তরফে করা হয়েছে তা সংবিধানের 14, 19 এবং 21 নম্বর ধারার সাম্য, স্বাধীনতা ও জীবনের অধিকারের বিরোধী।
শীতলকুচির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
10 এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে দু’টি ভিন্ন ঘটনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে ৷ সেই ঘটনায় এবার নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সাহায্যের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷
শীতলকুচির ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
আরও পড়ুন : 'আরও শীতলকুচি হবে' মন্তব্যের জন্য দিলীপকে ব্যান করার দাবি মহুয়ার
প্রসঙ্গত গত শনিবার কোচবিহারের শীতলকুচিতে চতুর্থ দফার ভোটে সকালে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলি একজন নিহত হন ৷ পরে শীতলকুচির 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও 4 জনের মৃত্যু হয় । এই দুই ঘটনার পর থেকে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এলাকায় ঢোকার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে 72 ঘণ্টার জন্য । এখনও সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি ।