কলকাতা, 4 এপ্রিল : কয়লা পাচারকাণ্ডে বাঁকুড়া থানার আইসিকে গ্রেফতারের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভেন্দু অধিকারী ৷ আজ সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অভিযোগ করেন, কয়লা পাচার থেকে গোরু পাচার, সব চক্র থেকেই ভাইপোকে 900 কোটি টাকা পাইয়ে দিয়েছে বিনয় মিশ্র ৷ যেখানে প্রতি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 40 কোটি টাকা করে পাঠানো হত ৷ আর এই টাকা পাঠাতে সাহায্য করতেন বাঁকুড়ার আইসি ৷
প্রসঙ্গত, গতকাল কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বাঁকুড়ার আইসি তথা বিনয় মিশ্রের আত্মীয় অশোক মিশ্রকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি ৷ আজ সেই জিজ্ঞাসাবাদের সময়ই অশোক মিশ্রকে নিজেদের হেফাজতে নেন ইডি আধিকারিকরা ৷ যার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ময়দানে নেমেছেন শুভেন্দু অধিকারী ৷ সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেছেন, এই অশোক মিশ্রর সাহায্যেই বিনয় মিশ্র মুখ্যমন্ত্রীর ভাইপোর কাছে কয়লাপাচারের 900 কোটি টাকা পৌঁছে দিয়েছে ৷ তবে, এখানেই থামেননি তিনি ৷ শুভেন্দুর আরও অভিযোগ, অশোক মিশ্র শুধু নন ৷ কয়লা পাচার থেকে শুরু করে গোরু পাচার, বালি পাচারের মতো বেআইনি কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের একাধিক পুলিশ আধিকারিক সাহায্য় করেছে ৷ সেই সংখ্যাটা 90-95 বলেও আজ সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন শুভেন্দু ৷ আর এই পুলিশ আধিকারিকের মধ্যে কয়েকজন আইপিএস অফিসারও রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি ৷