পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ষষ্ঠ দফার ভোটে রাজ্যে 779 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - central force

আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটে রাজ্যে থাকছে 779  কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । নির্বাচন কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে ৷

bengal-election-2021-779-companies-central-force-deployed-for-sixth-phase-vote
ষষ্ঠ দফার ভোটে রাজ্যে 779 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

By

Published : Apr 20, 2021, 7:08 AM IST

Updated : Apr 20, 2021, 2:59 PM IST

কলকাতা, 20 এপ্রিল: 26 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচন । ভোট গ্রহণ প্রক্রিয়াকে শান্তিপূর্ণ রাখতে এই দফায় রাজ্যে থাকছে 779 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।

মোট 779 কোম্পানির মধ্যে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে থাকছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে থাকছে 69 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারাসত পুলিশ ডিস্ট্রিক্টে থাকছে 59 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ব্যারাকপুর কমিশনারেটে থাকছে 107 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বসিরহাটে মোতায়েন থাকবে 40 কোম্পানি, বিধাননগরে 3 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 3 কোম্পানি, উত্তর দিনাজপুর ও ইসলামপুরে 82 কোম্পানি, কৃষ্ণনগরে 163 কোম্পানি, পুর্ব বর্ধমানে 143 কোম্পানি ও রায়গঞ্জে 96 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ।

আরও পড়ুন:পঞ্চম দফায় থাকছে 853 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শীতলকুচির ঘটনার পর ভোট শান্তিপূর্ণ করতে অধিক তত্পর কমিশন ৷ নিরাপত্তায় কোনও রকম ফাঁক ফোকড় রাখতে চায় না তারা ৷ সেই কারণে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করতে মরিয়া নির্বাচন কমিশন ৷

Last Updated : Apr 20, 2021, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details