পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সপ্তম দফায় 65 প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ কত ? - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বঙ্গে সপ্তম দফার ভোটে মোট 284 জন প্রার্থীর মধ্যে কোটিপতি আছেন 65 জন ৷ এডিআর-এর রিপোর্টে এ কথা জানা গিয়েছে ৷ কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছেন প্রায় সব দলের প্রতিনিধিত্ব ৷

bengal election 2021: 65 crorepati candidates in phase 7 polls in west bengal, adr report
সপ্তম দফায় 65 প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ কত ?

By

Published : Apr 22, 2021, 10:30 AM IST

কলকাতা, 22 এপ্রিল:রাজ্যে সপ্তম দফার নির্বাচনে 23 শতাংশ কোটিপতি প্রার্থী ৷ 5 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট এই তথ্য প্রকাশ্য করেছে ৷

জানা গিয়েছে, সপ্তম দফার বিশ্লেষিত 284 জন প্রার্থীর মধ্যে 65 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...

সম্পদের মূল্য প্রার্থী প্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি 15 5%
2 কোটি থেকে 5 কোটি টাকা 20 7%
50 লাখ থেকে 2 কোটি টাকা 70 25%
10 লাখ থেকে 50 লাখ টাকা 80 28%
10 লাখের কম 99 35%

এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব..

আরও পড়ুন:চোপড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা

দল কোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস 26 (72%)
বিজেপি 13 (36%)
জাতীয় কংগ্রেস 11 (58%)
সিপিআইএম 1 (8%)
নির্দল 6 (7%)

সপ্তম দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ হল 1.22 কোটি টাকা ৷ এই দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 67 কোটি টাকার উপরে ৷ বাকি দুজনও তৃণমূল কংগ্রেসের ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ৷ তাঁর সম্পদের পরিমাণ 18 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 13 কোটি টাকার বেশি ৷

আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৷ দ্বিতীয় স্থানে আছেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ তৃতীয় স্থানে আছেন ফারাক্কার বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষ ৷ কম সম্পদের অধিকারী 3 জন প্রার্থীর তালিকায় রয়েছেন দুর্গাপুর পূর্বের বিএসপি প্রার্থী সুরেশ প্রসাদ, আসানসোল দক্ষিণের বহুজন মুক্তি পার্টি প্রার্থী শিউলি রুইদাস ও পশ্চিম বর্ধমানের বরাবনির বহুজন মুক্তির পার্টি সঞ্জয় মাঝি ৷

হলফনামায় দলগতভাবে গড় সম্পদের হিসেব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, জাতীয় কংগ্রেসের 19 জন প্রার্থীর গড় সম্পদ 1.72 কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের 36 জন প্রার্থীর গড় সম্পদ 5.05 কোটি টাকা, বিজেপির 36 জন প্রার্থীর গড় সম্পদ 1.90 কোটি টাকা এবং সিপিআইএম-এর 13 জন প্রার্থীর গড় সম্পদ 68.09 লক্ষ টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details