অষ্টম দফায় 55 প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ কত ? - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
রাজ্যে অষ্টম দফার ভোটে মোট 283 জন প্রার্থীর মধ্যে কোটিপতি আছেন 55 জন ৷ এডিআর-এর রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে ৷ কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছে প্রায় সব দলের প্রতিনিধিত্ব ৷
অষ্টম দফায় 55 প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ কত ?
By
Published : Apr 25, 2021, 4:04 PM IST
কলকাতা, 25 এপ্রিল:রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচনে 19 শতাংশ কোটিপতি প্রার্থী ৷ 4 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট এই তথ্য প্রকাশিত হয়েছে ৷
জানা গিয়েছে, অষ্টম দফার বিশ্লেষিত 283 জন প্রার্থীর মধ্যে 55 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...
সম্পদের মূল্য
প্রার্থী
প্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি
11
4%
2 কোটি থেকে 5 কোটি টাকা
30
11%
50 লাখ থেকে 2 কোটি টাকা
46
16%
10 লাখ থেকে 50 লাখ টাকা
70
25%
10 লাখের কম
126
44%
এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব..
দল
কোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস
28 (80%)
বিজেপি
12 (34%)
জাতীয় কংগ্রেস
5 (26%)
সিপিআইএম
1 (10%)
অষ্টম দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ হল 1.08 কোটি টাকা ৷ এই দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন বীরভূমের নলহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস কুমার যাদব ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 34 কোটি টাকার উপরে ৷ বাকি দুজনও তৃণমূল কংগ্রেসের ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা ৷ তাঁর সম্পদের পরিমাণ 31 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন হাঁসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড. অশোক কুমার চট্টোপাধ্যায় ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 14 কোটি টাকার বেশি ৷
আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন বীরভূমের নলহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস কুমার যাদব ৷ জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা ৷ তৃতীয় স্থানে আছেন চৌরঙ্গির কংগ্রেস প্রার্থী সন্তোষ কুমার পাঠক ৷ কম সম্পদের অধিকারী 3 জন প্রার্থীর তালিকায় রয়েছেন কাশিপুর-বেলগাছিয়ার নির্দল প্রার্থী কুশ মাহালী, মানিকতলার নির্দল প্রার্থী নিমাই নাথ ও বহরমপুরের বিএসপি প্রার্থী সজল সেন ৷
হলফনামায় দলগতভাবে গড় সম্পদের হিসেব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, জাতীয় কংগ্রেসের 19 জন প্রার্থীর গড় সম্পদ 1.20 কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের 35 জন প্রার্থীর গড় সম্পদ 4.26 কোটি টাকা, বিজেপির 35 জন প্রার্থীর গড় সম্পদ 2.35 কোটি টাকা এবং সিপিআইএম-এর 10 জন প্রার্থীর গড় সম্পদ 77.34 লক্ষ টাকা ৷