পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শেষ দফায় 54% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি, নিরক্ষর 2 - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রাজ্যের অষ্টম দফার নির্বাচনের মোট প্রার্থীর 54 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ এডিআর-এর রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে ৷

bengal election 2021: 54 per cent of west bengal phase 8 candidates qualification are between class 5th to 12th, adr report
শেষ দফায় 54% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি, নিরক্ষর 2

By

Published : Apr 25, 2021, 4:37 PM IST

কলকাতা, 25 এপ্রিল: রাজ্যে অষ্টম দফার নির্বাচনের প্রার্থীদের মধ্যে 54 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে ৷ আর 45 শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি ৷ অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের ( এডিআর) রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷

আগামী 29 এপ্রিল রাজ্যে অষ্টম দফার ভোটগ্রহণ ৷ এডিআর-এর রিপোর্টে জানা গিয়েছে, অষ্টম দফার 283 জন প্রার্থী মনোনয়নপত্র পেশের সময় যে হলফনামা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, 152 জন প্রার্থী ঘোষণা করেছেন যে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ 127 জন স্নাতক বা তার বেশি ৷ 2 জন প্রার্থী শুধুমাত্র স্বাক্ষর এবং 2 জন প্রার্থী নিরক্ষর ৷

একনজরে দেখে নেওয়া যাক অষ্টম দফা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা...

শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর সংখ্যা
নিরক্ষর 2
শুধু সাক্ষর 2
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি 152
স্নাতক ও তার বেশি 127

প্রার্থীদের বয়সের তথ্যের দিকে নজর ঘোরালে দেখা যায়, অষ্টম দফার 283 জন প্রার্থীর মধ্যে 81 জনের অর্থাত্ 29 শতাংশের বয়স 25 বছর থেকে 40 বছরের মধ্য়ে ৷ 158 জন অর্থাত্ 56 শতাংশ প্রার্থীর বয়স 41 বছর থেকে 60 বছরের মধ্যে ৷ আর 44 জন অর্থাত্ 16 শতাংশ প্রার্থীর বয়স 61 বছর থেকে 80 বছরের মধ্যে ৷ শেষ দফায় 12 শতাংশ অর্থাত্ 35 জন মহিলা প্রার্থী রয়েছেন ৷

আরও পড়ুন:অষ্টম দফায় 55 প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ কত ?

এ দিকে, এডিআর-এর রিপোর্টে দেখা গিয়েছে, অষ্টম দফায় 23 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷ অষ্টম দফায় 283 জন প্রার্থীর হলফনামা খতিয়ে দেখেছে এডিআর ৷ সেখানেই দেখা গিয়েছে 64 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷ তাঁদের মধ্যে 50 জনের (18%) বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে ৷ এডিআর-এর রিপোর্টে আরও জানানো হয়েছে যে, রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচনে 19 শতাংশ কোটিপতি প্রার্থী ৷ 4 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷

ABOUT THE AUTHOR

...view details