পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বঙ্গে প্রথম দফার 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি - প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা

রাজ্যের প্রথম দফার নির্বাচনের মোট প্রার্থী সংখ্যার 50 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ এডিআর-এর রিপোর্টে মিলেছে এই তথ্য ৷

50% of West Bengal Phase 1 candidates' quallification are between class 5th to 12th, finds ADR
বঙ্গে প্রথম দফার 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি

By

Published : Mar 21, 2021, 2:18 PM IST

Updated : Mar 21, 2021, 4:15 PM IST

কলকাতা, 21 মার্চ: রাজ্যে প্রথম দফার নির্বাচনের প্রার্থীদের মধ্যে 50 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে ৷ আর 48 শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি ৷ অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে ৷

এডিআর-এর রিপোর্ট বলছে, প্রথম দফার 191 জন প্রার্থী মনোনয়ন পত্র পেশের সময় যে হলফনামা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, 96 জন প্রার্থী ঘোষণা করেছেন যে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ 92 জন স্নাতক বা তার বেশি এবং তিন জন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে ৷

প্রার্থীদের বয়সের তথ্যের দিকে তাকালে দেখা যায়, 191 জন প্রার্থীর মধ্যে 53 জনের অর্থাত্ 28 শতাংশের বয়স 25 বছর থেকে 40 বছরের মধ্য়ে ৷ 109 জন প্রার্থীর বয়স 41 বছর থেকে 60 বছরের মধ্যে ৷ আর 29 জন অর্থাত্ 15 শতাংশ প্রার্থীর বয়স 61 বছর থেকে 80 বছরের মধ্যে ৷

আরও পড়ুন:সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল ! বঙ্গে প্রথম দফার 25% প্রার্থী জড়িত ফৌজদারি মামলায়

রাজ্য়ে প্রথম দফার নির্বাচনে 21 জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ 191 জন প্রার্থীর মধ্যে 25 শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের মামলা ৷ এ ক্ষেত্রে সব দলকে ছাপিয়ে গিয়েছে বামেরা ৷ প্রথম দফায় তাদের প্রার্থীদের 50 শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে ৷ এডিআর-এর রিপোর্ট বলছে, প্রথম দফার 191 জন প্রার্থী মনোনয়ন পত্র পেশের সময় যে হলফনামা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, 48 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷ 42 (22 শতাংশ)-জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়ের রয়েছে ৷ 12 জন প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের উপর অপরাধের অভিযোগ রয়েছে ৷ এই 12 জনের মধ্যে আবার একজন ধর্ষণের মামলায় অভিযুক্ত ৷ আর 8 জনের বিরুদ্ধে রয়েছে খুনের মামলায় জড়িত থাকার অভিযোগ ৷ খুনের চেষ্টার অভিযোগ রয়েছে 19 জন প্রার্থীর বিরুদ্ধে ৷

Last Updated : Mar 21, 2021, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details