সপ্তম দফায় 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
রাজ্যের সপ্তম দফার নির্বাচনের মোট প্রার্থীর 50 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ এডিআর-এর রিপোর্টে মিলেছে এই তথ্য ৷
সপ্তম দফায় 50% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি
By
Published : Apr 22, 2021, 11:40 AM IST
কলকাতা, 22 এপ্রিল: রাজ্যে সপ্তম দফার নির্বাচনের প্রার্থীদের মধ্যে 50 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে ৷ আর 47 শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি ৷ অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের ( এডিআর) রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে ৷
আগামী 26 এপ্রিল রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ ৷ এডিআর-এর রিপোর্টে জানা গিয়েছে, সপ্তম দফার 284 জন প্রার্থী মনোনয়নপত্র পেশের সময় যে হলফনামা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, 143 জন প্রার্থী ঘোষণা করেছেন যে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ 134 জন স্নাতক বা তার বেশি এবং 6 জন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে ৷ 1 জন প্রার্থী শুধুমাত্র স্বাক্ষর রয়েছেন ৷
একনজরে দেখে নেওয়া যাক তৃতীয় দফা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা...
প্রার্থীদের বয়সের তথ্যের দিকে নজর ঘোরালে দেখা যায়, সপ্তম দফার 284 জন প্রার্থীর মধ্যে 98 জনের অর্থাত্ 35 শতাংশের বয়স 25 বছর থেকে 40 বছরের মধ্য়ে ৷ 139 জন অর্থাত্ 49 শতাংশ প্রার্থীর বয়স 41 বছর থেকে 60 বছরের মধ্যে ৷ আর 47 জন অর্থাত্ 17 শতাংশ প্রার্থীর বয়স 61 বছর থেকে 80 বছরের মধ্যে ৷ সপ্তম দফায় 13 শতাংশ অর্থাত্ 37 জন মহিলা প্রার্থী রয়েছেন ৷
এ ছাড়াও এডিআর-এর রিপোর্টে জানা গিয়েছে, রাজ্যে সপ্তম দফার নির্বাচনে 23 শতাংশ অর্থাত্ 65 জন কোটিপতি প্রার্থী রয়েছেন ৷ 5 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ সপ্তম দফায় 248 জন প্রার্থীর হলফনামা খতিয়ে দেখা গিয়েছে 73 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷ আবার তাঁদের মধ্যে 60 জনের (21%) বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে ৷ 18 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে মহিলাদের উপর অপরাধের মামলা ৷ খুনের অভিযোগে মামলা রয়েছে 3 জনের বিরুদ্ধে ৷ আর 14 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে হত্যার চেষ্টার মামলা ৷ সপ্তম দফায় 36টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 13টি কেন্দ্রকে লাল সতর্কতা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷