পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ষষ্ঠ দফায় 42% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি, নিরক্ষর 1

রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচনের মোট প্রার্থী সংখ্যার 42 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ একজন নিরক্ষর প্রার্থীও রয়েছেন ৷ এডিআর-এর রিপোর্টে মিলেছে এই তথ্য ৷

bengal election 2021: 42 per cent of west bengal phase 6 candidates qualification are between class 5th to 12th finds adr
ষষ্ঠ দফায় 42% প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি, নিরক্ষর 1

By

Published : Apr 14, 2021, 4:28 PM IST

কলকাতা, 14 এপ্রিল: রাজ্যে পঞ্চম দফার নির্বাচনের প্রার্থীদের মধ্যে 42 শতাংশের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে ৷ আর 54 শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি ৷ অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের ( এডিআর) রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে ৷

আগামী 22 এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ এডিআর-এর রিপোর্ট বলছে, ষষ্ঠ দফার 306 জন প্রার্থী মনোনয়নপত্র পেশের সময় যে হলফনামা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, 129 জন প্রার্থী ঘোষণা করেছেন যে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্য়ে ৷ 165 জন স্নাতক বা তার বেশি এবং 4 জন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে ৷ 7 জন প্রার্থী শুধুমাত্র স্বাক্ষর ও 1 জন নিরক্ষর প্রার্থীও রয়েছেন ৷

একনজরে দেখে নেওয়া যাক তৃতীয় দফা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা..

শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর সংখ্যা
নিরক্ষর 1
শুধু স্বাক্ষর 7
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি 129
স্নাতক ও তার বেশি 165

আরও পড়ুন:ষষ্ঠ দফায় 66 প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?

প্রার্থীদের বয়সের তথ্যের দিকে তাকালে দেখা যায়, 306 জন প্রার্থীর মধ্যে 85 জনের অর্থাত্ 28 শতাংশের বয়স 25 বছর থেকে 40 বছরের মধ্য়ে ৷ 162 জন অর্থাত্ 53 শতাংশ প্রার্থীর বয়স 41 বছর থেকে 60 বছরের মধ্যে ৷ আর 59 জন অর্থাত্ 19 শতাংশ প্রার্থীর বয়স 61 বছর থেকে 80 বছরের মধ্যে ৷

এ ছাড়াও ষষ্ঠ দফায় 306 জন প্রার্থীর হলফনামা খতিয়ে দেখে এডিআর জানিয়েছে, 87 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷ আবার তাঁদের মধ্যে 71 জনের (23%) বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে ৷ ষষ্ঠ দফার 19 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে মহিলাদের উপর অপরাধের মামলা ৷ তাঁদের মধ্যে আবার একজনের বিরুদ্ধে ধর্ষণ সম্পর্কিত অপরাধের মামলা রয়েছে ৷ খুনের অভিযোগে মামলা রয়েছে 5 জনের বিরুদ্ধে ৷ আর 22 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে হত্যার চেষ্টার মামলা ৷ ষষ্ঠ দফায় 43টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 12টি কেন্দ্রকে লাল সতর্কতা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details