বঙ্গে দ্বিতীয় দফার ভোটে মোট 171 জন প্রার্থীর মধ্যে কোটিপতি আছেন 26 জন ৷ এডিআর-এর রিপোর্টে এ কথা জানা গিয়েছে ৷ কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছে প্রায় সব দলের প্রতিনিধিত্ব ৷
কলকাতা, 25 মার্চ:রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে 15 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 5 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷
রিপোর্টে জানা গিয়েছে, দ্বিতীয় দফার 171 জন প্রার্থীর মধ্যে 26 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...
সম্পদের মূল্য
প্রার্থী
প্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি
8
5%
2 কোটি থেকে 5 কোটি টাকা
9
5%
50 লাখ থেকে 2 কোটি টাকা
41
24%
10 লাখ থেকে 50 লাখ টাকা
54
32%
10 লাখের কম
59
34%
এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব...
দল
দ্বিতীয় দফায় মোট প্রার্থী
কোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস
30
11 (37%)
বিজেপি
30
10 (33%)
জাতীয় কংগ্রেস
9
2 (22%)
ফরওয়ার্ড ব্লক
1
1 (100%)
লোকসাম্য পার্টি
1
1 (100%)
নির্দল
1 (3%)
দ্বিতীয় দফায় প্রার্থীদের মাথাপিছু সম্পদ হল 92.66 লক্ষ টাকা ৷ দ্বিতীয় দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে দুজন বিজেপির ও একজন তৃণমূলের ৷ এই তালিকায় সবার উপরে আছেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 19 কোটি টাকার উপরে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা ৷ তাঁর সম্পদের পরিমাণ 14 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন তালডাংরার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 8 কোটি টাকার বেশি ৷
আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন দীপঙ্কর জানা ৷ দ্বিতীয় স্থানে আছেন অরূপ চক্রবর্তী ও তৃতীয় স্থানে আছেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী ৷ আয়করে দেখানো সোহমের নিজের রোজগার 52 লক্ষ টাকা ৷
প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে ইলেকশন ওয়াচের অন্যতম পুরোধা উজ্জয়িনী হালিম বলেন, দীর্ঘদিন ধরে প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। হলফনামা বিশ্লেষণ করে সেই অভিযোগ যে সত্য তার প্রমাণ উঠে এসেছে।