পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রথম দফায় রাজ্যে 10% প্রার্থী কোটিপতি, আছেন সম্পদহীন প্রার্থীও - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মধ্যে 10 শতাংশ কোটিপতি ৷ এডিআর-এর রিপোর্টে প্রকাশ্যে এসেছে সেই তথ্য ৷ রয়েছেন সম্পদহীন প্রার্থীও ৷

bengal election 2021: 10% of West Bengal Phase 1 candidates are crorepati, finds ADR
রাজ্যে প্রথম দফায় 10% প্রার্থী কোটিপতি, রিপোর্ট এডিআর-এর

By

Published : Mar 21, 2021, 2:27 PM IST

কলকাতা, 21 মার্চ:রাজ্যে প্রথম দফার নির্বাচনে 10 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ এর মধ্যে 7 জনের সম্পদের মূল্য 2 কোটি বা তার বেশি ৷ অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে ৷

এডিআর-এর রিপোর্টে বলা হয়েছে, 191 জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থী হলেন 19 জন ৷ মনোনয়ন পত্র পেশ করার সময় দাখিল করা হলফনামা থেকে জানা গিয়েছে, প্রথম দফায় তৃণমূল কংগ্রেসের 29 জন প্রার্থীর মধ্যে 9 জন, বিজেপির 29 জন প্রার্থীর মধ্যে 4 জন, সিপিএম-এর 18 জন প্রার্থীর মধ্যে 2 জন, জাতীয় কংগ্রেসের 6 জন প্রার্থীর মধ্যে 2 জন ও বিএসপি ও এসইউসি-র এক জন করে প্রার্থী কোটিপতি ৷ 2 কোটি বা তার উপরে সম্পদের পরিমাণ 7 জন প্রার্থীর, 50 লাখ থেকে 2 কোটি টাকার মধ্যে সম্পদ রয়েছে 40 জন প্রার্থীর, 10 লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে সম্পদ রয়েছে 69 জন প্রার্থীর ও 10 লাখ টাকার কম রয়েছে 75 জন প্রার্থীর ৷

আয়করে ঘোষিত উচ্চ আয় সম্পন্ন প্রথম তিনজন প্রার্থীই তৃণমূল কংগ্রেসের ৷ সেই তালিকায় রয়েছেন ভগবানপুরের প্রার্থী অর্ধেন্দু মাইতি, খড়গপুরের প্রার্থী দিনেন রায় ও মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া ৷ অপরদিকে, উচ্চ সম্পদশালী প্রার্থীদের তালিকায় প্রথম দু জন বিজেপি প্রার্থী ৷ পটাশপুরের অম্বুজাক্ষ মহান্তির মোট সম্পদের পরিমাণ 10 কোটি টাকারও বেশি ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কাঁথি উত্তরের বিজেপি প্রার্থী সুমিত সিনহা ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 4 কোটির বেশি ৷ এই তালিকার তিন নম্বরে রয়েছে খড়গপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিনেন রায়ের নাম ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 3 কোটির বেশি ৷

আরও পড়ুন:সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল ! বঙ্গে প্রথম দফার 25% প্রার্থী জড়িত ফৌজদারি মামলায়

প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মাথা পিছু গড় সম্পদ হল 43.77 লক্ষ টাকা ৷ দলগতভাবে গড় সম্পদের দিকে চোখ রাখলে দেখা যাবে, প্রথম দফায় তৃণমূল কংগ্রেসের 29 জন প্রার্থীর গড় সম্পদ 89.68 লক্ষ টাকা, বিজেপির 29 জন প্রার্থীর গড় সম্পদ 85.28 লক্ষ টাকা, এসইউসিআই-এর 28 জন প্রার্থীর গড় সম্পদ 21.56 লক্ষ টাকা, সিপিএম-এর 18 জন প্রার্থীর গড় সম্পদ 80.50 লক্ষ টাকা ৷

প্রথম দফায় চারজন প্রার্থী ঘোষণা করেছেন যে, তাঁদের কোনও সম্পদ নেই ৷ তাঁরা হলেন, পুরুলিয়ার বলরামপুরের বিএসপি প্রার্থী অনাদি টুডু, ওই কেন্দ্রেরই এসইউসিআই প্রার্থী দীপক কুমার, জয়পুর কেন্দ্রের এসইউসিআই প্রার্থী ভগীরথ মাহাত ও পুরুলিয়া কেন্দ্রের বিএসপি প্রার্থী মানস সর্দার ৷

ABOUT THE AUTHOR

...view details