পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid Resurgence : করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আজ নবান্নে বৈঠক - Covid Resurgence

করোনার সংক্রমণ বাড়ছে ফের (Covid Resurgence) ৷ আবার মশাবাহিত রোগও বাড়ছে ৷ এই নিয়ে বৈঠক হবে নবান্নে ৷

Bengal CS will hold Meeting on Covid Resurgence
Covid Resurgence : করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আজ নবান্নে বৈঠক

By

Published : Jul 8, 2022, 2:24 PM IST

কলকাতা, 8 জুলাই : ফের বাড়ছে করোনার সংক্রমণ (Covid Resurgence) ৷ সঙ্গে চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগও ৷ এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে নবান্ন ৷

প্রশাসন সূত্রে খবর, শুক্রবার দুপুরে নবান্নে ওই বৈঠক হতে চলেছে ৷ বৈঠক করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ তাঁর সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন জেলাশাসকরা এবং জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনাকালে (Covid Pandemic) রাজ্যের চিকিৎসা পরিকাঠামোয় বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছিল ৷ সেই তালিকায় করোনা রোগীদের জন্য সরকারি-বেসরকারি হাসপাতালে বেড বৃদ্ধি, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও রাখা হয়েছিল ৷

কিন্তু করোনার সংক্রমণ কমে যাওয়ায় ধীরে ধীরে সেই পরিকাঠামোর রাশ আলগা হয়েছে ৷ এদিনের বৈঠকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ কীভাবে সেই পরিকাঠামো বৃদ্ধি করা যায় আলোচনা করছে ৷

তাছাড়া কলকাতা, দুই 24 পরগনার সংক্রমণ বেশি ৷ ওই জেলাগুলির দিকে বেশি নজর দেওয়া হবে ৷ এছাড়া কীভাবে আবার করোনাবিধি মানতে জোর দেওয়া যায়, তা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Doctors Suggestion on Covid Resurge: ভারতে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট! টেস্টে জোর চিকিৎসকদের

ABOUT THE AUTHOR

...view details