কলকাতা, 19 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ‘ক্যাডার রুলস’ সংশোধনের প্রতিবাদে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (bengal cm mamata banerjee writes pm narendra modi on cadre rules amendment) । চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি জানালেন, কেন্দ্রের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী ।
সম্প্রতি 1954 সালের আইএএস (ক্যাডার) আইনে সংশোধন আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র (Cadre Rules Amendment) । কেন্দ্রের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিপন্ন হওয়ারই সিঁদুরে মেঘ দেখছে রাজ্যগুলি । কারণ, এই আইন সংশোধন করে কেন্দ্র সমস্ত আমলাদের নিজেদের হাতে নিতে চাইছে বলেই খবর রাজ্যের কাছে ।
এই বিষয়ে নির্দিষ্ট তথ্য এসে পৌঁছেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও । কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী গত বৃহস্পতিবার চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । সেখানে এই সংশোধনীর কড়া প্রতিবাদ করেছেন তিনি ।
এই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর এক সময় মুখ্যমন্ত্রী থাকার কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই কথা মনে করিয়ে দিয়ে মমতা মোদিকে এই আইনের সংশোধন আনার প্রক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন । একই সঙ্গে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস না করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
মমতার ভাষায়, কেন্দ্রের এই প্রস্তাব শুধু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী তাই নয়, এই পদক্ষেপ আইএএস-আইপিএস অফিসার নিযুক্ত করা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা কেন্দ্র-রাজ্য সমন্বয়কে ব্যাপক ভাবে আঘাত করবে । পর্যাপ্ত আইএএস-আইপিএস অফিসারের অভাবে কেন্দ্র-রাজ্য উভয়ই এখন অসুবিধার সম্মুখীন হয় । তবে কেন্দ্র 1954 সালের আইএএস (ক্যাডার) আইনে সংশোধন আনলে ব্যাপকভাবে ব্যাহত হবে রাজ্যের উন্নয়নের কাজ । নিদারুণভাবে ধাক্কা খাবে সেন্ট্রাল ডেপুটেশন রিজার্ভের অফিসারদের নিয়ে রাজ্য প্রশাসনের তৈরি করা নীতি ও তার রূপায়ণ ।