পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee's Delhi visit: আজই দিল্লি যাচ্ছেন মমতা, জাতীয় রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এই সফর ? - দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

আজই দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee's Delhi visit)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি (Mamata Banerjee to visit Delhi)৷

Bengal CM Mamata Banerjee to visit Delhi today
আজই দিল্লি যাচ্ছেন মমতা, জাতীয় রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এই সফর ?

By

Published : Apr 29, 2022, 11:47 AM IST

কলকাতা, 29 এপ্রিল: আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee's Delhi visit) ঘোষণা করেছিলেন, বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে বারবার দিল্লি যাবেন তিনি । শুক্রবার আরও একবার দিল্লির পথে রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তবে এই সফরে বিরোধী জোটের নিউক্লিয়াস নিয়ে নতুন করে আলোচনার বিশেষ সুযোগ নেই ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee to visit Delhi) দিল্লি সফর মানেই গোটা দেশের চোখ থাকে দিল্লির দিকে । একুশের নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার পর থেকেই তিনি বিরোধীদের মধ্যমণি হয়ে উঠেছেন । সেই জায়গা থেকে তিনি দিল্লি গেলে বিভিন্ন বিরোধী দলের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন, কখনও আবার তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করেন । সবমিলে সরগরম থাকে জাতীয় রাজনীতি ।

তবে এ বার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে । বিচারপতিদের সংখ্যায় ঘাটতি নিয়ে আলোচনার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই বৈঠকে থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা । থাকবেন সব রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি । থাকার কথা দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিরও । এই বৈঠকে যোগ দিতেই আজ দিল্লি যাচ্ছেন মমতা ।

আরও পড়ুন:Mamata on Ukraine Return Students : কথা রাখলেন মমতা, ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়াল রাজ্য

স্বল্পমেয়াদী দিল্লি সফরে অন্য রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনা কম । এ দিকে, গতকাল নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এ বারের সফরে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলাদা করে বৈঠকের সম্ভাবনা নেই । তিনি বলেন, "আমার এ বারে কোনও অ্যাপয়ন্টমেন্ট নেই । আমাকে 30 তারিখে ফিরে আসতে হবে । পরের দিন মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানাতে হবে । 2 মে বা 3 মে ঈদ রয়েছে । রাজ্যে 33 শতাংশ সংখ্যালঘু মানুষ । সে দিন আমাকে রেড রোডের অনুষ্ঠানে যেতে হয় । সে দিন অক্ষয় তৃতীয়াও আছে ।"

পূর্ব ঘোষিত সূচি না থাকলেও তাঁর দিল্লি যাওয়ার পর বিরোধী নেতানেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee news) সঙ্গে দেখা করতে যান কি না সেটাই এখন দেখার । সবচেয়ে বড় কথা সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গোয়ায় খাতা খুলতে না পারলেও, পঞ্জাবে ভালো ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি । অতীতে দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেই আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন । এ বারও তেমনটা ঘটে কি না সেটাই দেখার । এ ছাড়াও বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠক উপলক্ষে দিল্লি থাকবেন, সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন কি না সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন :Mamata-Sourav Meeting : নবান্নে মমতা সাক্ষাতে সৌরভ

ABOUT THE AUTHOR

...view details