কলকাতা, 21 ফেব্রুয়ারি: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁর থেকে গান শুনতে চাইতেন ৷ সোমবার আরও এক সদ্য প্রয়াত শিল্পী বাপ্পি লাহিড়ীকে স্মরণ করতে গিয়ে আরও এক অজানা তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী ৷ ভারতের ডিস্কো গানের রাজা বলে পরিচিত এই কিংবদন্তি গায়ক, সুরকার নাকি মুখ্যমন্ত্রীকে তাঁর জন্য গান লিখে দিতে অনুরোধ করেছিলেন ৷ একটি গান লিখেও দিয়েছিলেন মমতা ৷
এদিন কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাপ্পি লাহিড়ী অনেক ছাত্র-যৌবনের মন কেড়েছিলেন, যে গানগুলি আজকালকার ছেলেমেয়েরা পছন্দ করেন সেসব গান দিয়ে ৷ তাছাড়াও 'মঙ্গলদ্বীপ জ্বেলে' এই গানটাও বাপ্পি দা গেয়েছিলেন !" এরপরেই মুখ্যমন্ত্রীর সংযোজন, "আমার সঙ্গে দেখা হলেই বলতেন, মমতা তুমি দুটো গান লিখে দাও না ৷ আমি একটু গাইব ৷ আমি একটা গান দিয়েওছিলাম ৷ হয়তো করে উঠতে পারেননি ৷"