কলকাতা, 5 সেপ্টেম্বর :শিক্ষক দিবসের অনুষ্ঠানের (Teachers Day Programme) মঞ্চ থেকে নৈতিকতার শিক্ষা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সরাসরি বললেন, ‘‘আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপরে ৷’’ স্কুল ও কলেজগুলিতেও নৈতিকতার শিক্ষার পক্ষেও তিনি সওয়াল করেছেন তিনি (Mamata Banerjee on Moral Values) ৷ তাঁর মতে, ‘‘নৈতিক চরিত্র গঠনের উপর একটা সিলেবাস থাকা উচিত।’’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি কত টাকার মালিক হলাম, এটা আমার পরিচয় না ৷ পয়সা আজ আছে, কাল নেই ৷ আপনারা যদি আমাকে বলেন আপনি হানড্রেট পারসেন্ট কন্ট্রোল করতে পারেন । আমি বলব সম্ভব না । ভগবান 100 শতাংশ কন্ট্রোল করতে পারেন । সে ক্ষেত্রে আমি কে ? আমি তো একজন সাধারন মানুষ । এগুলো নির্ভর করে নিজেদের উপরে ।’’
এর পরই তিনি আত্মনিয়ন্ত্রণের প্রসঙ্গ টানেন ৷ বলেন, ‘‘আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপরে ৷ আমি কতটা নিজেকে ভালোভাবে চালাব, সেটাও নির্ভর করে আমার উপরে। সব কাজে সবাই সমান হয় না ৷ পাঁচটা আঙুল তো সমান হয় না ৷ সেই রকম সমাজে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে ৷’’