কলকাতা, 19 সেপ্টেম্বর :কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাবের উপর বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার বিধানসভায় সিবিআই ও ইডি নোটিশ নিয়ে তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছে ৷ বিজেপি (BJP) নেতারা করেছে ৷’’
সোমবার বিধানসভায় ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব পেশ হয় ৷ পরে সেই প্রস্তাব 189-64 ভোটে পাস হয় ৷ তার আগে প্রস্তাবের পক্ষে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেখানে রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলির অভিযান নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর পালটা চ্যালেঞ্জ, বিজেপি নেতাদের বাড়িতেও তল্লাশি চালালে অনেক টাকা পাওয়া যাবে ৷
এই নিয়ে বিরোধীদের আক্রমণ করার পর তিনি বলেন, ‘‘সিবিআই আগে প্রধানমন্ত্রীর দফতরের অধীনে ৷ এখন তা চলে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে ৷ অনেক আইন দেশে বদলে গিয়েছে ৷‘‘ একই সঙ্গে বিরোধীদের ইডি-সিবিআইয়ের নোটিশ দেওয়া নিয়েও সরব হন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এটা বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছে ৷ এটা বিজেপির নেতারা করছেন ৷’’