কলকাতা, 28 ফেব্রুয়ারি : কাঁথি পৌরসভায় ভোট লুঠের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী ৷ সেখানে কাঁথি পৌরসভার ভোট বাতিল করার আবেদন করেছে বিজেপি ৷ অভিযোগ করা হয়েছে, কাঁথিতে সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি ৷ আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে (Calcutta HC Give Permission BJP to File Case on Contai Election) ৷ শুনানি শীঘ্র হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ৷
27 ফেব্রুয়ারি রাজ্যের পৌরসভা ভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস এবং ব্যাপক ভোট লুঠের অভিযোগ করেছে বিরোধীরা ৷ তেমনি কাঁথি পৌরসভায় ভোট লুঠের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছে বিজেপি ৷ এদিন ভোট বাতিলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলার আবেদন করে ৷ সেই আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷