কলকাতা, 18 মে : মোদিই ভরসা । গোষ্ঠীদ্বন্দ্ব, অশান্তির আবহে সমস্যাদীর্ণ বঙ্গ বিজেপি তাই মোদি-মন্ত্রেই ঘুরে দাঁড়াতে চাইছে গেরুয়া শিবির । মোদি সরকারের আট বছর পূর্তির কর্মসূচিই হাতিয়ার করে নতুন করে ময়দানে নামার পরিকল্পনা করছে বিজেপি (Bengal BJPs New Plan on Modi Government 8th Anniversary) ৷ সেই পরিকল্পনা চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসেন রাজ্য নেতারা । আর এক্ষেত্রে তাঁরা অনুসরণ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Leader Mamata Banerjee) কৌশলকে ।
বিজেপির সূত্রে খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্ব একটি তালিকা তৈরি করেছে । সেই তালিকা দু’টি ভাগে ভাগ করা হয়েছে । বিজেপি শাসিত রাজ্যে একভাবে পালন হবে এই কর্মসূচি । অন্যদিকে বিজেপি যেখানে ক্ষমতায় নেই, সেখানে অন্যভাবে পালন করার পরিকল্পনা করা হয়েছে । কেন্দ্রীয় নেতৃত্বের তালিকায় বাংলার নাম একেবারে প্রথমেই । বাংলায় মোদি সরকারের (Modi Government) বর্ষপূর্তি বিশেষভাবেই পালন করতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।
গেরুয়া শিবিরের ওই সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে লোকসভা অনুযায়ী বিশেষ ক্যাম্প করা হবে । উজ্বলা যোজনা থেকে শুরু করে পিএম কৃষাণ, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প নিয়ে একেবারে গ্রামে গ্রামে প্রচার করা হবে । রাজ্যের সাধারণ মানুষের কাছে বিশেষ প্রচার চলবে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের বিষয়টি সাধারণ মানুষের নজরে আনতে চায় বিজেপি ৷ সেই মতোই প্রচার চলবে ৷
সম্প্রতি তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি উপলক্ষে উৎসবের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার । অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণের পাশাপাশি বাংলায় যে সামাজিক প্রকল্পগুলি চলছে, তার সাফল্য তুলে ধরেছিলেন । বঙ্গ বিজেপিও তেমনই মোদি সরকারের জনহিতকর প্রকল্পের প্রচার করবে বলে স্থির করেছে । দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) বলেন, ‘‘সারা দেশেই কর্মসূচি হবে । পশ্চিমবঙ্গেও হবে । কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন ও সেই প্রকল্পের সুবিধা নিয়ে মানুষকে সচেতন করা হবে ।’’
সূত্রের খবর, কর্মসূচি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত নকশা একটা তৈরি হয়েছে । সাম্প্রতিক পরিস্থিতিতে বৈঠক নিয়ে বিশেষ মুখ খোলেননি কেউই । রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) বলেন, ‘‘আগামী দিনের কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যেই বৈঠক হয়েছে ।’’ আর এক সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের বক্তব্য, ‘‘মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে, তা উদযাপনের পরিকল্পনা হয়েছে । একটি উৎসব কমিটি গঠন করা হয়েছে ।’’
প্রসঙ্গত, অতি সম্প্রতি রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) রাজ্য নেতাদের শুধু দিল্লির মুখাপেক্ষী না হয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন । সেক্ষেত্রে শুধুই মোদি চর্চা নয়, দরকার সংগঠনকে শক্তিশালী করা এমনটাই মনে করছেন অনেকে । যদিও রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপি সর্বভারতীয় দল । তাই রাজ্যের নিজস্ব কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী এই কর্মসূচিও হবে ।’’
আরও পড়ুন :Survey of NaMo team in Bengal: নজরে 2024 লোকসভা ভোট, মোদির নমো টিমের সমীক্ষায় বাংলায় চিন্তায় বিজেপি