পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sukanta Majumdar: আদি কর্মীদের গুরুত্ব দিয়ে রাজ্য থেকে ‘তালিবান’ সরকারকে উৎখাত করতে চান সুকান্ত

দায়িত্ব পেয়েই আদি কর্মীদের গুরুত্ব দিয়ে দলকে গোছানোর চেষ্টা শুরু করে দিলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি (Bengal BJP President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ এঁদের সঙ্গে নিয়েই রাজ্য থেকে ‘তালিবান’ সরকারকে উৎখাত করতে চান তিনি ৷ 2024 সালে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) বলে দাবি তাঁর ৷

narendra-modi-will-be-the-prime-minister-in-2024-lok-sabha-election-says-new-bengal-bjp-chief-sukanta-majumdar
আদি কর্মীদের গুরুত্ব দিয়ে দলকে গোছানোর চেষ্টা সুকান্তর, আস্থা মোদিতেই

By

Published : Sep 21, 2021, 6:11 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: রাজ্য বিজেপির দায়িত্বভার পাওয়ার পরই দলকে গোছানোর কাজে মন দিলেন নয়া সভাপতি (Bengal BJP President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ দলে আদি ও প্রবীণ কর্মীদের গুরুত্ব তুলে ধরে বোঝালেন, কর্মীরাই দলের সম্পদ ৷ রাজ্যে তালিবান সরকার চলছে বলে কটাক্ষ করেন তিনি ৷ দল ছেড়ে চলে যাওয়া নেতা-কর্মীদের নিয়ে না-ভেবে দলের নীতি ও আদর্শে বিশ্বাসী প্রকৃত কর্মীদের নিয়েই এগিয়ে চলার কথা বললেন তিনি ৷ আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিই (Narendra Modi) ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন বলেও দাবি করেন সুকান্ত মজুমদার ৷ তাঁর প্রতিশ্রুতি, বাংলা থেকে আগের চেয়েও বেশি সাংসদ মোদিকে উপহার দেবে বিজেপি ৷

সুকান্ত মজুমদার এমন একটা সময়ে রাজ্য বিজেপির দায়িত্ব কাঁধে নিলেন, যখন বিজেপি এক প্রকার ভাঙা হাট ৷ রাজ্যে বিপুল ভোটে জিতে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার গঠন করার পর থেকে একে একে গেরুয়া শিবির ছেড়ে তাঁর দলে ভিড়তে দেখা যাচ্ছে নেতা-বিধায়ক-সাংসদদের ৷ এই অবস্থায় সুকান্ত মজুমদার দলকে শক্ত হাতে বাঁধার উপরই বেশি জোর দিচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের ৷

আজ বিজেপির অফিসে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি বলেন, "কর্মীরাই আমাদের সম্পদ ৷ যখন আমরা ভাবতেও পারতাম না একজন বিধায়কও বাংলায় বিজেপির হবে, তখন থেকে যাঁরা দল করছেন তাঁরাই দলের সম্পদ ৷ যাঁরা চলে গিয়েছেন, তাঁরাও ফিরে আসুন ৷ আমরা সবাইকে নিয়েই লড়তে চাই ৷ কিন্তু যাঁরা সামান্য লোভে রাজ্যপাট পেতে ও ভয়ে চলে যাচ্ছেন, তাঁদের চলে যাওয়াই ভাল ৷ আমাদের কর্মীরা দল অন্তঃপ্রাণ ৷ তাঁদের সঙ্গে নিয়েই এই পশ্চিমবঙ্গ থেকে তালিবান সরকারকে উৎখাত করব ৷"

আরও পড়ুন:Sukanta Majumdar: বুদ্ধিজীবীদের তোপ বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্তর, পাশে থাকার আশ্বাস দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার জল্পনাকে তীব্র কটাক্ষ করে সুকান্ত মজুমদার জানান, এটা কোনও মতেই সম্ভব না ৷ তাঁর কথায়, "মমতা নাকি প্রধানমন্ত্রী হবেন ৷ তর্কের খাতিরে যদি ধরেও নিই যে, 42টি আসনেই তৃণমূল জিতছে, তাও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না ৷ 24-এ মোদিই প্রধানমন্ত্রী হচ্ছেন ৷ এটাই বিধির লিখন ৷ বর্তমানে বাংলায় বিজেপির যে আসন রয়েছে, আমরা তার থেকেও বেশি আসন আগামী লোকসভায় মোদিকে উপহার দেব ৷ এটাই আমাদের অঙ্গীকার ৷"

আরও পড়ুন:Dilip Ghosh-Sukanta Majumdar : পদ্মফুল, পেন ও মালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা দিলীপের

কলকাতা থেকে 400 কিলোমিটার দূর থেকে তাঁর মতো একজন সাধারণ কর্মী তথা সাংসদকে তুলে এনে রাজ্য সভাপতির গুরুদায়িত্ব দেওয়ার জন্য দলকে কুর্নিশ জানান সুকান্ত ৷ তিনি বলেন, "এটা বিজেপিতেই সম্ভব ৷ বিজেপিতে বারবার নতুন নেতৃত্ব আসে ৷ একজন কিছুদিন কাজ করার পর আর একজনকে জায়গা করে দেওয়া হয় ৷ পূর্বসূরীরা যে জমি তৈরি করে দিয়ে গিয়েছেন, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য ৷ ক্ষণস্থায়ী দায়িত্বের মধ্যেই নিজেদের ছাপ রেখে যেতে হবে ৷"

আরও পড়ুন:Dilip Ghosh : এবার উন্নয়ন হবে উত্তরবঙ্গে, পাশে আছি ; সুকান্ত প্রসঙ্গে দিলীপ

তাঁর নেতৃত্বে সবাই মিলে একজোট হয়ে বিজেপি বাংলাকে রক্ষা করবে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার ৷ রাজ্যে লোকাল ট্রেন চালু না-হলেও কোভিড বিধি ভেঙে দুয়ারে সরকার ও অন্যান্য সরকারি কর্মসূচি কেন চালানো হচ্ছে, তা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি ৷

আরও পড়ুন:Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

ABOUT THE AUTHOR

...view details