কলকাতা, 1 ফেব্রুয়ারি : প্রত্যাশিতভাবেই কেন্দ্রের মোদি সরকারের বাজেটের প্রশংসা করল বঙ্গ বিজেপি (Bengal BJP Praises Union Budget 2022) ৷ মঙ্গলবার দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন, এটা আসলে বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ বাজেট । একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই বাজেটে খেলা, উৎসব নেই বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এর সমালোচনা করছেন (BJP Criticises Mamata Banerjee) ৷
শমীক ভট্টাচার্যের বক্তব্য, সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে বিপুল ব্যায় হচ্ছে ৷ সেই সময়ে এই বাজেটে কোনও রাজনৈতিক কৌশল নেই । ছোট শিল্পপতিদের বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই বাজেটে ৷ প্রান্তিক মানুষের কথা ভাবা হয়েছে ৷
পাশাপাশি তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তাঁদের সম্পর্কেও, যাঁরা এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের (FM Nirmala Sitharaman tabled Budget 2022) সমালোচনা করেছেন ৷ তাঁর বক্তব্য, গত 10 বছরে রাজ্যকে ঋণের বোঝা চাপিয়েছেন যিনি, তিনি বাজেটের সমলোচনা করছেন ৷ একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বেকারত্ব বৃদ্ধি, শিল্পহীনতার অভিযোগ তুলেছেন ৷ রাজ্য সরকারকে দিশাহীন বলে অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে চললে এই বাজেটের সুফলও পশ্চিমবঙ্গও পাবে ৷