কলকাতা, 9 জানুয়ারি : রাজ্য বিজেপি'তে যে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ পর্ব শুরু হয়েছে, এবার তাতে নয়া সংযোজন শঙ্কুদেব পণ্ডা ৷ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এই বিজেপি নেতা (Shankudeb Panda left BJP WhatsApp Group) ৷ সূত্রের খবর, শনিবার গভীর রাতে তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷ বিজেপি'র রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি পদে ছিলেন তিনি ৷ দিন কয়েক আগেই বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ একই পথে হেঁটেছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও ৷
তবে বিজেপি'র অন্দরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে যাওয়ার হিড়িক শুরু হয়েছে গত মাস থেকে ৷ দলের নয়া রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন মতুয়া সম্প্রদায়ের পাঁচ বিজেপি বিধায়ক ৷ তারপর বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়কও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান ৷ বারাসতের দুই বিজেপি নেতাও একই পথে হাঁটেন ৷ আর এবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে তাঁর পদ্ম শিবির ছাড়ার জল্পনা বাড়ালেন শঙ্কুদেব ৷