পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানকে সামনে রেখে মেগা প্রচারে শুভেন্দু-সুকান্ত

আগামী 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ তার আগে প্রচারে জোর বঙ্গ বিজেপি নেতৃত্বের (BJP is preparing for Nabanna Abhijan) ৷

BJP Nabanna Abhijan
ETV Bharat

By

Published : Sep 3, 2022, 10:55 PM IST

Updated : Sep 3, 2022, 11:03 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: সবেমাত্র শেষ হয়েছে রাজ্য বিজেপি'র প্রশিক্ষণ শিবির ৷ অন্যদিকে, 13 সেপ্টেম্বরের নবান্ন অভিযানের আগে রাজ্য বিজেপি'র হাতে রয়েছে আর মাত্র ক'টা দিন ৷ তার আগে জোর কদমে এই মেগা কর্মসূচির প্রচারে ঝোর দিচ্ছে রাজ্য বিজেপি ৷ নবান্ন অভিযানের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, রাহুল সিনহার মতো রাজ্য বিজেপি নেতৃত্ব (BJP Nabanna Abhijan) ৷

জানা গিয়েছে, এই প্রচার চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত । এই কর্মসূচিকে সামনে রেখে জেলায় জেলায় গেরুয়া শিবিরের নানা কর্মসূচি চলছে । জেলাগুলিতে প্রচারের দ্বায়িত্ব দেওয়া হয়েছে জেলা সভাপতিদের । অন্যদিকে রাজ্যের শীর্ষ নেতৃত্বরা জোর কদমে প্রচার চালাচ্ছেন শহর ও জেলায় । চলছে জেলা সফর । প্রতিটি জেলায় সভা, মিছিল ও বৈঠক করে কর্মী-সমর্থকদের উদ্বুধ করা হবে যাতে তাঁরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন (Bengal BJP is preparing for Nabanna Abhijan)।

আরও পড়ুন: অডিয়ো রেকর্ডের সঙ্গে ফোন নম্বরও প্রকাশ্য আনুন, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শনিবার কলকাতায় দেওয়াল লিখে নবান্ন অভিযানের প্রচার সারলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । ঠিক একইভাবে মেগা প্রচারে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । গতকাল অর্থাৎ 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাঁর প্রচার । চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত । পদযাত্রা ও জনসভার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সম্বন্ধে সচেতন করার চেষ্টা করবেন যাতে অধিকাংশ মানুষ 13 তারিখের কর্মসূচিতে অংশ নেন ।

নবান্ন অভিযানকে সামনে রেখে মেগা প্রচারে বিজেপি নেতৃত্ব

উলুবেরিয়া, উত্তরপাড়া, দত্তফুলিয়া, সারেঙ্গা, সাঁকরাইল, কলকাতার খিদিরপুর মোড়, আরামবাগের চাউল পট্টি মোর, আলিপুরদুয়ার সদর এবং জলপাইগুড়ি ও কাঁথিতে প্রচার চালাবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ নবান্ন অভিযান প্রসঙ্গে সুকান্ত মজুমদার এদিন বলেন, "13 সেপ্টেম্বরের নবান্ন অভিযানকে সামনে রেখে আমি, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ বিভিন্ন জেলায় যাব ৷ মিছিল হবে । পোস্টার, ফেস্টুন এবং পথে প্রচারের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাব । বিভিন্ন জেলা বিভিন্নরকম পরিকল্পনা করেছে, প্রচার করেছে । কোথাও রেলস্টেশনের সভা হবে । রেলস্টেশন এমন একটি জায়গা যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই এখানকার যাত্রীদেরও সচেতন করা হবে তৃণমূলের দুর্নীতির সম্বন্ধে ।"

বিজেপি'র মূল সংগঠন ছাড়াও তাদের সাতটি মোর্চা ও সেলগুলি নিজ নিজ ব্যানারে প্রচার চালাবে । দলীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, 13 সেপ্টেম্বর বেলা একটার সময় শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল করে একটি পয়েন্টে আসা হবে । এরপর সেখান থেকে একসঙ্গে নবান্ন অভিমুখে শুরু হবে মিছিল ।

Last Updated : Sep 3, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details