কলকাতা, 8 জানুয়ারি : রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে 'বিবেক বাহিনী' তৈরি করছে বিজেপি (bengal bjp is forming party volunteer group to help people in covid situation) । শনিবার রাতে এক ভার্চুয়াল বৈঠকে দলীয় বিধায়ক, সাংসদ, কর্মকর্তাদের সঙ্গে বঙ্গ বিজেপি'র সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদিনের এই ভার্চুয়াল বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী-সহ সহ রাজ্যের সমস্ত দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
বিজেপি সূত্রে খবর, বাংলার মানুষকে কোভিডে সাহায্যের জন্য একটি 24 ঘণ্টার ট্রোল-ফ্রি নম্বারও চালু করছে গেরুয়া শিবির । যে কোনও জেলা থেকে ওই নম্বরে ফোন করলেই সাহায্য প্রার্থীকে সবরকম সহযোগিতা করবে বিজেপি । এদিনের বৈঠকে এই কোভিডকালে একেবারে বুথ স্থর থেকে দলীয় নেতা-কর্মীদের সাধারণ মানুষের দুয়ারে পৌঁচ্ছনোর নির্দেশ দিয়েছেন সুকান্ত মজুমদার । এলাকাভিত্তিক এই কাজ রবিবার থেকেই শুরু করতে হবে ।