কলকাতা, 19 জানুয়ারি : মুকুল রায়ের বিধায়ক-ভাগ্যের নিষ্পত্তি কি খুব শীঘ্রই হতে চলেছে ? বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের মন্তব্যে এই প্রশ্নের ইতিবাচক ইঙ্গিত মিলেছে ৷ তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই বিষয়টির নিষ্পত্তি করতে চান (bengal assembly speaker says decision on mukul roy ends within timeframe set by sc) ৷
সংবাদ সংস্থা এএনআই-এর দেওয়া খবর অনুযায়ী, বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুকুলের বিধায়ক পদ খারিজের অভিযোগ নিয়ে শুনানি হয় ৷ মুকুল রায়ের পক্ষের বক্তব্য পেশ এদিনই সমাপ্ত হয় ৷ পরবর্তী শুনানি আগামী 28 জানুয়ারি ৷
পরে সংবাদ সংস্থার কাছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, তিনি আগামিকালও শুনানি করতে চেয়েছিলেন ৷ কিন্তু বিজেপির আইনজীবীর তরফে 28 জানুয়ারি পরবর্তী শুনানির দিন হিসেবে চাওয়া হয় ৷ তাই তিনি আগামী 28 জানুয়ারি এই বিষয়ে পরবর্তী শুনানি করবেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মুকুল রায় কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে বিজেপির টিকিটে জেতেন ৷ কিন্তু ভোটের ফল প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে ৷