কলকাতা, 23 জুলাই : গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের (Mamata Banerjee Government) পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) । অথচ জানেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) । এদিন সংবাদমাধ্যমকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি এখনও অবগত নন ।
সাধারণত রাজ্য বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতারের আগে বিধানসভার সচিবালয়কে জানানো জরুরি । কিন্তু এখনও পর্যন্ত তাঁর কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই । এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাধারণত রাজ্য বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতার করতে হলে বিধানসভার স্পিকারকে জানাতে হয় । একই নিয়ম রয়েছে, লোকসভার স্পিকারের ক্ষেত্রেও । এগুলি সাধারণত সাংবিধানিক বাধ্যবাধকতা । এটা কোনও সংস্থাই এড়িয়ে যেতে পারে না ।’’