পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Biman on Partha Arrest: গ্রেফতার পার্থ, এখনও জানেন না অধ্যক্ষ বিমান - Bengal Assembly Speaker Biman Banerjee

এসএসসি দুর্নীতি-কাণ্ডে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ তাঁকে গ্রেফতার করেছে ইডি ৷ নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রীকে গ্রেফতার করা হলে বিধানসভার সচিবালয়কে জানাতে হয় ৷ অথচ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal Assembly Speaker Biman Banerjee) দাবি, তিনি পার্থ গ্রেফতারির বিষয়ে কিছুই জানেন না ৷

Bengal Assembly Speaker Biman Banerjee Says He Has no Information about Partha Chatterjee Arrest
Biman on Partha Arrest: গ্রেফতার পার্থ, এখনও জানেন না অধ্যক্ষ বিমান

By

Published : Jul 23, 2022, 1:28 PM IST

Updated : Jul 23, 2022, 3:04 PM IST

কলকাতা, 23 জুলাই : গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের (Mamata Banerjee Government) পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) । অথচ জানেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) । এদিন সংবাদমাধ্যমকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি এখনও অবগত নন ।

সাধারণত রাজ্য বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতারের আগে বিধানসভার সচিবালয়কে জানানো জরুরি । কিন্তু এখনও পর্যন্ত তাঁর কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই । এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাধারণত রাজ্য বিধানসভার কোনও সদস্যকে গ্রেফতার করতে হলে বিধানসভার স্পিকারকে জানাতে হয় । একই নিয়ম রয়েছে, লোকসভার স্পিকারের ক্ষেত্রেও । এগুলি সাধারণত সাংবিধানিক বাধ্যবাধকতা । এটা কোনও সংস্থাই এড়িয়ে যেতে পারে না ।’’

Biman on Partha Arrest: গ্রেফতার পার্থ, এখনও জানেন না অধ্যক্ষ বিমান

এদিন বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী । হঠাৎ যদি তাঁকে গ্রেফতার করা হয়, এই পরিস্থিতির জন্য আমরা তৈরি ছিলাম না । এক্ষেত্রে তদন্ত চলছে তদন্তে কী বের হবে, তা তো আগে থেকে আন্দাজ করা সম্ভব নয় । তবে এটা অস্বীকার করার জায়গা নেই, যদি তাঁকে গ্রেফতার করা হয় পরিষদীয় কাজকর্ম চালাতে গিয়ে অসুবিধা হবে । তবে এ বিষয়ে নিশ্চয়ই মন্ত্রিসভার তরফে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে ।’’

আরও পড়ুন :ED Arrests Partha: ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ! আজই পেশ করা হবে ব্যাঙ্কশাল কোর্টে

Last Updated : Jul 23, 2022, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details