কলকাতা, 24 জুন : জি ডি বিড়লা স্কুলে ছাত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় স্কুলের গাফিলতি রয়েছে । এই দাবি জানিয়ে আজ হাইকোর্টে মামলা দায়ের করার আর্জি জানালেন এক আইনজীবী । প্রিয়াঙ্কা তিবরেওয়াল নামে ওই আইনজীবী জানান, কৃত্তিকার মৃত্যুতে গাফিলতি রয়েছে স্কুলেরও । কারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত কিছু নির্দিষ্ট গাইডলাইন মানেনি তারা । তাই মামলা করতে চান তিনি । বিচারপতি প্রতীকপ্রকাশ ব্যানার্জি তাতে সম্মতি দেন । জানান, বৃহস্পতিবারের মধ্যে মামলা দায়ের করতে হবে প্রিয়াঙ্কাকে ।
স্কুলের গাফিলতিতেই কৃত্তিকার মৃত্যু, দাবি করে মামলার আর্জি হাইকোর্টে - lawyar
জি ডি বিড়লা স্কুলে ছাত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় স্কুলের গাফিলতি রয়েছে । এই দাবি জানিয়ে আজ হাইকোর্টে মামলা দায়ের করার আর্জি জানালেন এক আইনজীবী ।
প্রিয়াঙ্কা আজ বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিঙ্গল বেঞ্চে জানান, তিনি সম্প্রতি জি ডি বিড়লা স্কুলে ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চান । কারণ এই ব্যাপারে যথেষ্ট গাফিলতি রয়েছে স্কুলের । তারপর তিনি জানান, নভেম্বর মাসে হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া রাজ্যের স্কুলগুলিতে বাচ্চাদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত একটি গাইডলাইন মানার নির্দেশ দিয়েছিলেন । এবং সেই মামলায় আবেদনকারীর আইনজীবী ছিলেন এই প্রিয়াঙ্কা তিবরেওয়াল । তাঁর বক্তব্য, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে গাইডলাইন মানতে বলা হয়েছিল আদালতের তরফ থেকে, তা মানেনি এই স্কুল । তাই কৃত্তিকা পালের মৃত্যু হয়েছে । সবটা শুনে বিচারপতি জানান, তিনি মামলাটি শুনবেন ।
প্রসঙ্গত, শুক্রবার জি ডি বিড়লা স্কুলের বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছিল দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালকে । তারপর নার্সিংহোমে তাঁর মৃত্যু হয় । স্কুলের CCTV ফুটেজ দেখে জানা যায়, পঞ্চম পিরিয়ড শেষ হতেই সে তার সহপাঠীদের বলে মাথা যন্ত্রণা করছে, তাই সে সিক রুমে যাচ্ছে । কিন্তু সিক রুমে যাওয়ার বদলে সে বাথরুমে যায় । ষষ্ঠ পিরিয়ডে শিক্ষিকা তার খোঁজ করলে সহপাঠীদের থেকে জানতে পারেন সে সিক রুমে । সপ্তম পিরিয়ডে ফের তার খোঁজ পড়ে । এরপর রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় শৌচালয়ে । পরে পাওয়া যায় সুইসাইড নোট । আত্মহত্যা, না অন্যকিছু তা নিয়ে যখন দ্বন্দ্ব তুঙ্গে । পাওয়া যায় তার চিঠি । যা থেকে স্পষ্ট হয় আত্মঘাতী হয়েছে কৃত্তিকা ।