কলকাতা, 23 সেপ্টেম্বর:"বহু দিন ধরে ফেরা হয়নি ঘরে, আমি দূর প্রবাসে পড়ে রই !" গানের এই কথাগুলোই যাঁদের জীবনের চরম বাস্তব, এবার তাঁদেরও ঘরে ফেরার পালা ৷ কারণ, মা আসছে (Durga Puja 2022) ৷ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় প্রত্যেক বাঙালিই এই সময় শিকড়ে ফেরার চেষ্টা করে ৷ কিংবা, যে মানুষটা জন্মসূত্রে বাঙালি নন, কিন্তু কর্মসূত্রে এই বঙ্গেরই বাসিন্দা, পুজোর ক'টা উৎসবে গা ভাসান তিনিও ৷ ভিনরাজ্যের কোনও ফুচকাওয়ালা হয়তো ভাবেন, পুজোর সময় দু'টো বাড়তি পয়সা রোজগার হবে ৷ আর এখানেই দুর্গাপুজোর 'ম্য়াজিক' ! উৎসবের গণ্ডি পেরিয়ে তা আদতে বাঙালি জীবন দর্শনের এক অবিচ্ছেদ্য অঙ্গ ৷ যা আপন করে নেয় সবাইকে ৷ বিশ্বের যে কোনও প্রান্তের মানুষই তাতে সামিল হতে পারেন ৷ দুর্গাপুজোর এই ব্যপ্তিকেই তুলে ধরার চেষ্টা করছে বেহালা ফ্রেন্ডস ৷
সংশ্লিষ্ট অঞ্চলের অন্যতম নামকরা পুজোগুলির মধ্যে অন্যতম বেহালা ফ্রেন্ডস (Behala Friends)-এর আয়োজন ৷ পুজোর বয়স 57 বছর ৷ তাদের এবারের থিম, 'দুর্গাযাপন' ৷ দশভূজার আবাহন, আরাধনা আর বিসর্জনকে ঘিরে কীভাবে একটি সমগ্র জাতি তার জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, সেটাই হল এই থিমের ভিত্তি ৷
আরও পড়ুন:পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন মমতার ! তীব্র আক্রমণ বিজেপির