পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় বাড়ছে COVID হাসপাতাল, বাড়ানো হচ্ছে বেডও - Beds of COVID Hospitals to increase in Kolkata

রাজ্যের মধ্যে কলকাতার কোরোনার ছবি সবথেকে জটিল ৷ এই পরিস্থিতিতে কলকাতায় কোরোনা হাসপাতালগুলিতে আরও বেশি বেডের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার ৷

COVID 19 Update Kolkata
ফাইল ছবি

By

Published : Jul 10, 2020, 5:28 AM IST

কলকাতা, 10 জুলাই : প্রধান কৌশল লকডাউন । পাশাপাশি রয়েছে COVID-19 রোগীদের জন্য হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বৃদ্ধি । সব মিলিয়ে কলকাতায় কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আরও 400-500 বেড চালু করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । কলকাতায় এ-ভাবেই কোরোনা মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছে রাজ্য ।

গতকাল, বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে কনটেইনমেন্ট জ়োনগুলিতে কঠোরভাবে লকডাউন মেনে চলার বিষয়টি দেখা হচ্ছে । আর, COVID-19 রোগীদের জন্য কলকাতার চালু COVID হাসপাতালগুলিতে যেমন আরও বেড বাড়ানো হচ্ছে, তেমনই নতুন COVID হাসপাতালও চালু হচ্ছে।

COVID-19 সংক্রান্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে গতকাল (9 জুলাই) জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় এ রাজ্যে আরও 1088 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ এর মধ্যে শুধু কলকাতায়তেই 322 জন কোরোনায় আক্রান্তের হদিস মিলেছে । এর ফলে গতকাল পর্যন্ত এ রাজ্যে COVID-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 হাজার 911 জন । স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় এ রাজ্যে COVID-19 আক্রান্ত আরও 27 জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে কলকাতায় আরও 13 জন COVID-19 আক্রান্তের মৃত্যু হয়েছে । রাজ্য সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এ রাজ‍্যে 858 জন কোরোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে । শেষ 24 ঘণ্টার নিরিখে এখনও পর্যন্ত রাজ্যে COVID-19-এ আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সর্বাধিক। প্রথম থেকেই দেখা যাচ্ছে এ রাজ‍্যে কোরোনা আক্রান্তের সংখ্যা কলকাতায় সব থেকে বেশি । গতকাল (9 জুলাই) পর্যন্ত কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8368 জন এবং এখনও পর্যন্ত কলকাতায় 457 জন আক্রান্তের মৃত্যু হয়েছে ।

এই পরিস্থিতির মধ্যে COVID-19-এর মোকাবিলায় কী ব্যবস্থা গ্রহণ করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ?

এ-বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেন, "লকডাউন প্রধান স্ট্র্যাটেজি । এর পাশাপাশি হাসপাতালগুলিতে আরও বেড বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে । নতুন COVID হাসপাতালও করা হচ্ছে ।"

আরও কতগুলি COVID হাসপাতাল তৈরি রাখা হচ্ছে, এর জন্য কোন হাসপাতালগুলিকে বাছা হয়েছে ? সরকারি না বেসরকারি ?

রাজ‍্যের স্বাস্থ্য অধিকর্তা বলেন, "আরও 1-2 টি COVID হাসপাতাল করা হচ্ছে । বেসরকারি হাসপাতাল নেওয়া হচ্ছে । চালু COVID হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে ।"

COVID-19 রোগীদের চিকিৎসার জন্য কলকাতায় আরও কত সংখ্যক বেড বাড়ানো হচ্ছে ?

অজয়কুমার চক্রবর্তীর কথায়, "কলকাতায় আরও 400-500 টি বেড বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে ।"

কলকাতায় এখনও পর্যন্ত 7 টি COVID হাসপাতাল চালু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এর মধ্যে 4 টি সরকারি এবং 3 টি বেসরকারি হাসপাতাল রয়েছে । এই 7 টি হাসপাতাল মিলিয়ে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য কলকাতায় মোট বেড রয়েছে 2060 টি । শেষ খবর পাওয়া পর্যন্ত এই 7 টি COVID হাসপাতাল মিলিয়ে ফাঁকা রয়েছে 553 টি বেড।

এ-দিকে, COVID-19-এর মোকাবিলায় সরকারি এবং বেসরকারি COVID হাসপাতালগুলিতে COVID-19 রোগীদের জন্য যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে কি না, COVID-19 সংক্রান্ত বিভিন্ন গাইডলাইন মেনে চলা হচ্ছে কি না, এ সব বিষয়ে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর নজর রাখছে । এর জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত দল বিভিন্ন সরকারি-বেসরকারি COVID হাসপাতালে পরিদর্শনে যাচ্ছে । COVID-19 সংক্রান্ত কোনও খামতি ধরা পড়লে, তা পূরণের জন্য এই দলটি সুপারিশ করছে । এই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি-বেসরকারি COVID হাসপাতালগুলিকে নিয়মিত পরামর্শ দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

ABOUT THE AUTHOR

...view details