পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 16, 2022, 9:41 PM IST

ETV Bharat / city

Firhad Hakim On Ballygunge Result : গরমের জেরে বালিগঞ্জে তৃণমূলের পক্ষে ভোট কমেছে, যুক্তি ফিরহাদের

বালিগঞ্জ উপনির্বাচনে (Ballygunge By Poll) কমেছে তৃণমূলের জয়ের ব্যবধান, বাবুল সুপ্রিয় জিতেছেন 20 হাজার 228 ভোটের ব্যবধানে ৷

tmc wins in ballygunge
গরমের জেরে বালিগঞ্জে তৃণমূলের পক্ষে ভোট কমেছে যুক্তি ফিরহাদের

কলকাতা, 16 এপ্রিল: গরমের জেরে বালিগঞ্জে কমেছে তৃণমূলের জয়ের ব্যবধান ! এমনই যুক্তি দিলেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ শনিবার ফলপ্রকাশ হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ৷ মাত্র 11 মাস আগে, 2021 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সুব্রত মুখোপাধ্যায় জয়ী হয়েছিলেন প্রায় 75 হাজার ভোটের ব্যবধানে ৷ তাঁর মৃত্যুতে ফাঁকা হয় এই কেন্দ্র ৷ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করে বাবুল সুপ্রিয়কে ৷ প্রত্যাশা মতো এবারও বালিগঞ্জ নিরাশ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ৷ জিতেছেন বাবুল (Babul Supriyo Wins from Ballygunge Assembly) ৷

কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের তুলনায় ভোটের ব্যবধান কমে গিয়েছে বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে ৷ তিনি জিতেছেন মাত্র 20 হাজার 228 ভোটের ব্যবধানে ৷ বাবুলের প্রাপ্ত ভোট 49.69 শতাংশ ৷ তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা ৷ বামেদের প্রাপ্ত ভোট 30.06 শতাংশ ৷ বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন মাত্র 12.83 শতাংশ ভোট ৷ বালিগঞ্জে তৃতীয় হয়েছে গেরুয়া শিবির ৷ তৃণমূল কংগ্রেস পেয়েছে 51 হাজার 199টি ভোট ৷

বালিগঞ্জে তৃণমূলের ভোট কমার পক্ষে যুক্তি দিলেন ফিরহাদ হাকিম

এই পরিসংখ্যানেই স্পষ্ট ধস নেমেছে শাসক দলের প্রাপ্ত ভোটে, বেড়েছে বামেদের ভোট ৷ কিন্তু তৃণমূলের পক্ষে এই কম ভোট পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে গরমকেই দায়ী করেছেন ফিরহাদ হাকিম ৷ তিনি জানিয়েছেন, তৃণমূলের জেতার ব্যাবধান শুধু কমেনি, ভোট দানের হারও কমেছে । সুব্রত মুখোপাধ্যায়ের সময় 65 শতাংশ ভোট দানের হার ছিল, এবার যা কমে হয়েছে 41 শতাংশ ৷ অর্থাৎ তৃণমূলের ভোট কমার জন্য তিনি কম ভোটদানকে দায়ী করছেন ৷ ফিরহাদের কথায়, "গরম, রোজার কারণে ভোট কম পড়েছে ৷ উপনির্বাচনে ভোট দানের উচ্ছাসও কম ছিল ৷"

আরও পড়ুন : হেরেও ‘জয়ী’ সায়রা শাহ হালিম ইটিভি ভারতের মুখোমুখি

বালিগঞ্জের 64 ও 65 নং ওয়ার্ডে তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে বামেরা ৷ সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "এর কারণ কি খতিয়ে দেখতে হবে। খুব সামান্য ব্যাবধান এগিয়েছে। এর অন্যতম কারণ গরমের জন্য আমাদের ট্র্যাডিশনাল ভোটাররা ভোট দেননি ।" তৃণমূলের পক্ষে সংখ্যালঘু ভোট কমার যুক্তিও মানতে চাননি ফিরহাদ ৷

ABOUT THE AUTHOR

...view details