পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউনে বাড়ি ফেরা বন্ধ, উৎকণ্ঠায় কুমোরটুলির শিল্পীরা

লকডাউনের জেরে বাড়ি ফিরতে না পেরে সমস্যায় পড়েছেন কুমোরটুলির অনেক শিল্পী ৷ বাড়ি কবে ফেরা হবে তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন গুনছেন তাঁরা ।

উৎকণ্ঠায় কুমোরটুলির অনেক শিল্পী
উৎকণ্ঠায় কুমোরটুলির অনেক শিল্পী

By

Published : Mar 25, 2020, 6:06 PM IST

কলকাতা, 25 মার্চ : প্রথমে রাজ্যজুড়ে তারপর দেশ জুড়ে লকডাউন ঘোষণার পর এখন বিপাকে কুমোরটুলির শিল্পীদের একাংশ ৷ অনেকেই বাড়ি ফিরতে পারেননি ৷ কার্যত আটকে পড়েছেন ৷ থাকবেন কোথায় ? খাবেন কী ? চিন্তিত তাঁরা ৷ প্রত্যেকেই নিজের নিজের বাড়ি ফেরার জন্য আকুল হয়ে পড়েছেন । বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করছেন । বাড়ি না ফিরতে পেরে একপ্রকার হতাশ হয়ে পড়েছেন শিল্পীরা ।

বিভিন্ন রাজ্য এবং জেলা থেকে এসে কুমোরটুলিতে কাজ করেন শিল্পীরা । মূর্তি গড়ার কাজে সারা বছরই ব্যস্ত থাকেন তাঁরা । এই সময় অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোর মূর্তি গড়ার কাজ চালছিল । কোরোনার কারণে লক ডাউন ঘোষণার জেরে রীতিমতো সমস্যায় পড়েছেন । বাড়ি ফিরতে চেয়েও পারছেন না ৷ ভিন রাজ্য থেকে আসা শিল্পীদের ফেরা তো দূরের কথা, এমনকী, রানাঘাট, কৃষ্ণনগর, কাটোয়ার মতো স্বল্প দূরত্বেও যাওয়ার মতো কোনও পরিষেবা খুঁজে পাচ্ছেন না তাঁরা ।

বাড়ি ফেরার আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন অনেকে ৷ কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না ৷ ফলে থাকা-খাওয়ার সমস্যা ৷ চরম কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা ৷ বাড়ি ফিরতে না পেরে রীতিমতো ফাঁপরে পড়েছেন কুমোরটুলির প্রায় 40 থেকে 50 জন শিল্পী । বাড়ি কবে ফেরা হবে তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন গুনছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details