পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফণীর সতর্কতায় বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দর, পৌরনিগমে কন্ট্রোল রুম

ঘূর্ণিঝড় ফণীর জেরে আগামীকাল রাত 9টা 30 মিনিট থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দরে । এছাড়া আজ মধ্যরাত থেকে আগামী 24 ঘণ্টা পরিষেবা বন্ধ থাকছে ভুবনেশ্বর বিমানবন্দরেও ।

By

Published : May 2, 2019, 10:15 PM IST

উপগ্রহ চিত্র

কলকাতা, 2 মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী । ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল ঘণ্টায় 170-180 কিলোমিটার বেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফণী । পুরির কাছাকাছি গোপালপুর ও চাঁদবালির মাঝামাঝি জায়গায় দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ফণী। এর জেরে ঘণ্টায় প্রায় 200 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গেছে । অন্যদিকে, আগামীকাল গভীর রাত থেকে শনিবার (4 মে) ভোরের মধ্যে আমাদের রাজ্যে ফণী প্রবেশ করবে । সেসময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার। এর জেরে প্রায় 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এর জেরে ইস্ট-কোস্ট ও সাউথ-ইস্ট ডিভিশনের একাধিক ট্রেন বাতিল হয়েছে । বাতিল করা হয়েছে একাধিক বিমানও । আগামীকাল রাত 9টা 30 মিনিট থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দরে । এছাড়া আজ মধ্যরাত থেকে আগামী 24 ঘণ্টা পরিষেবা বন্ধ থাকছে ভুবনেশ্বর বিমানবন্দরেও । দিঘা, পুরি, মন্দারমণি, তাজপুর, শংকরপুর, বকখালি সহ একাধিক জায়গায় পর্যটকদের জলে নামতে নিষেধ করা হয়েছে । ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম ও কলকাতা ট্রাফিক পুলিশও ।

ফণীর জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উপকূলীয় জেলাগুলিতে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে । ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে হাওয়া চলছে বলে জানা গেছে । আগামীকাল এর গতিবেগ বেড়ে ঘণ্টায় 80-90 কিলোমিটার হতে পারে । সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । এরপর 4 মে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ের সর্তকতা জারি করা হচ্ছে । সেই সঙ্গে সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও ।

কলকাতার আকাশ দুপুর থেকেই মেঘলা

কলকাতায় আগাম ব্যবস্থা নেওয়ার জন্য আজ বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম । বৈঠক শেষে বলেন, "ঘূর্ণিঝড় ফণীর অভিমুখ কলকাতার দিকে রয়েছে । তাই আমরা তৈরি থাকছি। শহরের সমস্ত হোর্ডিং খুলে ফেলার জন্য প্রত্যেকটি বোরোতে নির্দেশ দেওয়া হয়েছে । ফুটপাতে বসবাসকারীরা ও নিচু এলাকায় ও কাঁচা বাড়িতে যাঁরা থাকেন তাঁদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে । বিপজ্জনক বাড়িগুলি থেকেও সকলকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । ইলেকট্রিকের পোলগুলিতে খোলা তার থাকলে সেগুলি খুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ।"

কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে খোলা হচ্ছে কন্ট্রোল রুম । কন্ট্রোল রুমের ফোন নম্বর 033-22861414, 033-22861313, 033-22861212। এছাড়া 16 টি বোরো অফিসেও থাকছে কন্ট্রোল রুম। রিলিফের সামগ্রী নিয়ে প্রস্তুত থাকছে প্রত্যেকটি বোরো অফিস । তৎপর থাকছে কলকাতার ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিম, বিল্ডিং ডিপার্টমেন্টও । সেই সঙ্গে নিকাশি বিভাগকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পৌরনিগম । পাম্পিং স্টেশনগুলিতে অতিরিক্ত মেশিন রাখা হবে যাতে অতি বৃষ্টিতে জল জমার সমস্যায় শহরে দুর্ভোগ না বাড়ে । মেয়র জানিয়েছেন, তিনি শনিবার সকাল থেকেই কলকাতার পাম্পিং স্টেশনগুলিতে নজরদারি চালাবেন । তারপর কলকাতার সদর দপ্তরে নিজের কন্ট্রোল রুমে থাকবেন মেয়র ।

বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ । "ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম" ফণীর ক্ষয়ক্ষতি এড়াতে ঝড়টির গতিবিধির উপর নজর রাখছে তারা । কলকাতা ও হলদিয়া বন্দরে সতর্কতা জারি হয়েছে । পাঁচটি কোস্ট গার্ড ভেসেল সহ অপারেশনাল ক্র্যাফস্টগুলিকেও সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details