কলকাতা, 2 মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী । ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল ঘণ্টায় 170-180 কিলোমিটার বেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফণী । পুরির কাছাকাছি গোপালপুর ও চাঁদবালির মাঝামাঝি জায়গায় দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ফণী। এর জেরে ঘণ্টায় প্রায় 200 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গেছে । অন্যদিকে, আগামীকাল গভীর রাত থেকে শনিবার (4 মে) ভোরের মধ্যে আমাদের রাজ্যে ফণী প্রবেশ করবে । সেসময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার। এর জেরে প্রায় 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । এর জেরে ইস্ট-কোস্ট ও সাউথ-ইস্ট ডিভিশনের একাধিক ট্রেন বাতিল হয়েছে । বাতিল করা হয়েছে একাধিক বিমানও । আগামীকাল রাত 9টা 30 মিনিট থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দরে । এছাড়া আজ মধ্যরাত থেকে আগামী 24 ঘণ্টা পরিষেবা বন্ধ থাকছে ভুবনেশ্বর বিমানবন্দরেও । দিঘা, পুরি, মন্দারমণি, তাজপুর, শংকরপুর, বকখালি সহ একাধিক জায়গায় পর্যটকদের জলে নামতে নিষেধ করা হয়েছে । ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম ও কলকাতা ট্রাফিক পুলিশও ।
ফণীর জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উপকূলীয় জেলাগুলিতে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে । ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে হাওয়া চলছে বলে জানা গেছে । আগামীকাল এর গতিবেগ বেড়ে ঘণ্টায় 80-90 কিলোমিটার হতে পারে । সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । এরপর 4 মে দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ের সর্তকতা জারি করা হচ্ছে । সেই সঙ্গে সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও ।