পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অনশনরত পার্শ্ব শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর - পার্থ চ্যাটার্জি পার্শ্ব শিক্ষকদের কাজে ফেরার ডাক দিলেন

শিক্ষামন্ত্রীর টুইট বার্তা, 'বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন । সুস্থ থাকুন ।'

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Nov 23, 2019, 2:41 AM IST

Updated : Nov 23, 2019, 3:38 AM IST

কলকাতা, 23 নভেম্বর : বিভ্রান্তি না ছড়িয়ে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রীর টুইট বার্তা, 'বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন । সুস্থ থাকুন ।'

পার্শ্ব শিক্ষকদের অনশন আজ 9 দিনে পড়ল । অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক । অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল অনশন মঞ্চে তাপস বর নামে এক শিক্ষকের ব্রেন স্ট্রোক হয় । কয়েকদিন আগেই মৃত্যু হয় রেবতী রাউত নামে একজন শিক্ষিকার ।‌ যত দিন যাচ্ছে অনশন মঞ্চে অসুস্থতার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে । এ নিয়ে রীতিমতো অস্বস্থিতে রাজ্য সরকার ৷ গোটা বিষয়টি নিয়ে শাসক শিবিরকে কোণঠাসা করতে তৎপর বিরোধীরা ।

এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন । তাঁর বার্তা, 'পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবির সমাধান করা হয়েছে । কেন্দ্রীয় ভান্ডার থেকে এ বাবদ কোনও নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হচ্ছে না । সামগ্রিক বরাদ্দের মধ্য থেকেই বরাদ্দের অংশ থেকে ভাতাসহ বিষয়গুলোকে দেখা হচ্ছে । বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন । সুস্থ থাকুন ।'

শিক্ষামন্ত্রীর টুইট বার্তা

এছাড়াও নাম না করে BJP-কে আক্রমণ করে তাঁর টুইট বার্তা, ' পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিছু বিভ্রান্তিমূলক তথ্য বেশ কিছু রাজনৈতিক নেতা বক্তৃতা দিয়ে তাদের অনশন মঞ্চে গিয়ে বলছেন ৷'

Last Updated : Nov 23, 2019, 3:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details