পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিশ্বকাপে বেটিং চক্র, কলকাতায় গ্রেপ্তার ২ - lalbazar

রবীন্দ্র সরণির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেটিং চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে 1 লাখ টাকা-সহ বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে পুলিশ ।

উদ্ধার হওয়া ফোন ও টাকা

By

Published : Jun 2, 2019, 5:06 AM IST

Updated : Jun 2, 2019, 5:19 AM IST

কলকাতা, ২ জুন : IPL-এর পর এবার বিশ্বকাপ । ফের বেটিং চক্রের পর্দা ফাঁস । গতকাল রাতে বেটিং চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল লালবাজার গোয়েন্দা শাখা । রবীন্দ্র সরণি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

লালবাজার সূত্রে খবর, বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বেটিং চক্র । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে 192 নম্বর রবীন্দ্র সরণিতে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা । তখনই হাতেনাতে বেটিং চক্রের ওই দুই পাণ্ডাকে পাকড়াও করে পুলিশ । ধৃতদের নাম রাজকুমার লিহালা ও অমিত গুপ্তা ওরফে গোলু । রাজকুমার লেকটাউনের বাসিন্দা । রবীন্দ্র সরণিতে অমিতের বাড়িতেই চলছিল বেটিং চক্র।

ধৃত রাজকুমার লিহালা ও অমিত গুপ্তা

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী জানান, ধৃতদের কাছ থেকে 1 লাখ 2 হাজার 200 টাকা উদ্ধার হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল । এই বেটিং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । আজ তাদের আদালতে তোলা হবে ।

Last Updated : Jun 2, 2019, 5:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details