পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022: সুবর্ণ জয়ন্তীতে পঞ্চাশের মহারাজকে 'ট্রিবিউট' দেবে বড়িশা প্লেয়ার্স কর্নার - দুর্গাপুজো

বড়িশা প্লেয়ার্স কর্নারের (Barisha Players Corner) পুজোর (Durga Puja 2022) বয়স 50 বছর ৷ এদিকে, সদ্য নিজের 50 বছরের জন্মদিন পালন করেছেন এই পাড়ারই ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর সম্মানে আস্ত একটি গ্যালারি তৈরি করছেন উদ্যোক্তারা ৷ সেইসঙ্গে, করোনাকে হারানোর বার্তা দিতে পুজোর থিম 'শুদ্ধ-সূচী' !

Barisha Players Corner celebrates 50 years of Durga Puja in 2022
Durga Puja 2022: সুবর্ণ জয়ন্তীতে পঞ্চাশের মহারাজকে 'ট্রিবিউট' দেবে বড়িশা প্লেয়ার্স কর্নার

By

Published : Sep 26, 2022, 10:18 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর:করোনাকালের সমাপ্তি না-ঘটলেও সংক্রমণের প্রকোপ এখন অনেকটাই নিয়ন্ত্রণে ৷ তাই এবারের পুজোয় (Durga Puja 2022) আবারও গা-ঝাড়া দিয়ে উঠেছে বাঙালি ৷ ফিরছে পুজোর চেনা ছবি ৷ ফিরছে বারোয়ারি আয়োজনের জাঁকজমক ৷ এদিকে, এবারই আবার বড়িশা প্লেয়ার্স কর্নারের (Barisha Players Corner) পুজোর সুবর্ণ জয়ন্তী বর্ষ ৷ মায়ের আরাধনায় তাই আরও একটু আড়ম্বর আনতে চেয়েছিলেন উদ্যোক্তারা ৷ একইসঙ্গে তাঁরা চেয়েছিলেন, এই বন্দোবস্তেই থাকুক অতিমারিকে জয় করে আসার বার্তা ৷ আর সেই ভাবনা থেকেই এ বছর বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর থিম, 'শুদ্ধ-সূচি' !

থিম প্রসঙ্গে কথা হল ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জুইঁ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ৷ তিনি বলেন, গত দু'বছর মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে ৷ অনেকেই চিরকালের জন্য হারিয়েছেন প্রিয়জনকে ৷ কিন্তু, কালের নিয়মেই শক্তি ক্ষয় হয়েছে ভয়ঙ্কর ভাইরাসের ৷ এখন তাই জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার পালা ৷ রোগের প্রকোপ দূরে রাখতে সবাইকে শুদ্ধ থাকতে হবে ৷ সূচি থাকতে হবে ৷ লক্ষ্যণীয় বিষয় হল, দশভূজার সাধনা করতেও এই দু'টি বিষয় আবশ্যিক ৷

আরও পড়ুন:কলকাতার দুর্গাকে আন্তর্জাতিক স্বীকৃতি, নেপথ্যে রয়েছেন আরও এক 'দুর্গা'

ক্লাবের সম্পাদক শুভম মিত্র জানালেন, এত দিন সাবেকি ধাঁচেই মায়ের মূর্তি তৈরি করিয়েছেন তাঁরা ৷ এবারই প্রথম থিমের আশ্রয় নিলেন ৷ তাছাড়া, এর আগে কোনও দিন পুজোমণ্ডপে ঠাকুর তৈরি হয়নি ৷ বরাবরই কুমোরপাড়ায় বরাত দিয়ে দুর্গাপ্রতিমা গড়া হত ৷ কিন্তু, এবছর মণ্ডপের অস্থায়ী ছাদের নীচেই ধীরে ধীরে 'জীবন্ত' হয়ে উঠছেন মৃণ্ময়ী ৷ ফলে এ নিয়ে বাসিন্দাদের মনে বাড়তি উৎসাহ রয়েছে ৷ বিশেষ করে কচি-কাঁচারা, যারা আগে কখনও এত কাছ থেকে এভাবে ঠাকুর তৈরি হতে দেখেনি, তারা সুযোগ পেলেই পৌঁছে যাচ্ছে মণ্ডপে ৷ এমন ছবি আজকালকার দিনে বড়ই বিরল ৷

বড়িশা প্লেয়ার্স কর্নার

প্রসঙ্গত, এই পুজোর সঙ্গেই জড়িয়ে রয়েছেন এক কিংবদন্তি ৷ তিনি বাঙালির বড় প্রিয় মানুষ ৷ বাংলার মহারাজ, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ তাই লোকমুখে বড়িশার এই পুজো সৌরভের পুজো বলেই বেশি পরিচিত ৷ উদ্যোক্তারা জানালেন, পুজোর সঙ্গে আগাগোড়া যুক্ত থাকেন ক্য়াপ্টন ৷ ঢাক বাজানো থেকে ধুনুচি নাচ, মহারাজ সবেতেই সমান সাবলীল ৷ তাই পুজোর ক'টা দিন বড়িশা প্লেয়ার্স কর্নারের মণ্ডপে একেবারে অন্য ভূমিকায় দেখা যায় এক সময়ের এই দাপুটে বাঁ-হাতি ব্যাটারকে ৷

শুভম জানালেন, এ বছর মহারাজের সম্মানে থাকছে বিশেষ আয়োজন ৷ তাঁর বিভিন্ন সময়ের বিভিন্ন মুডের ছবি তুলে ধরা হচ্ছে মণ্ডপ সংলগ্ন একটি জায়গায় ৷ তৈরি করা হচ্ছে অভিনব একটি গ্যালারি ৷ এর আগে কোনও পুজো কমিটির তরফেই এমন আয়োজন কখনও করা হয়নি বলে দাবি করেছেন উদ্যোক্তারা ৷ প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও সদ্য তাঁর 50 বছরের জন্মদিন পালন করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details