কলকাতা, 17 জানুয়ারি: রাজ্য বিজেপির ক্ষমতাশীল গোষ্ঠী ও বিক্ষুব্ধ গোষ্ঠীর গৃহযুদ্ধ অব্যহাত । ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব ৷ এবার হোর্ডিং পড়ল বিজেপি-র সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে (banners against BJP leader Amitava Chakravorty) ৷
কলকাতার একাধিক অঞ্চলে পড়েছে এই হোর্ডিং, যাতে নাম ও ছবি রয়েছে অমিতাভ'র ৷ তাতে লেখা, "PK-র টিমের দালাল অমিতাভ চক্রবর্তী হাটাও, বিজেপি বাঁচাও ।" সোমবার সকালে এই হোর্ডিং চোখে পড়েছে শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ এমনকি বিজেপির সদর কার্যালয়ের সামনেও । দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকেরাই এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে ৷
বিজেপির সূত্রে খবর, বিক্ষুব্ধ গোষ্ঠীরা শাসক গোষ্ঠীকে চাপে রাখতে তারা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ৷ এবার খোদ বিজেপি-র সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেই উত্তর কলকাতা জুড়ে এই হোর্ডিং দেওয়া হয়েছে ৷ রাজ্য কমিটি বদল করার জন্য অমিতাভ চক্রবর্তী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে ৷