পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরে ব্য়ানার - শুভেন্দু অধিকারী

হাতিবাগান, গিরিশ পার্ক, শ্যামবাজার সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একাধিক ব্য়ানার ৷ আর সেই ব্য়ানারকে কেন্দ্র করেই সরগরম রাজ্য রাজনীতি । কে বা কারা এই ব্য়ানারগুলি লাগিয়েছে? তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর । বেশ কয়েকদিন আগে উত্তর কলকাতার এই এলাকাগুলোতে শুভেন্দু অধিকারীর নামে এমন পোস্টার পড়েছিল ।

banner_in_support_for_rajib_banerjee_in_kolkata
শুভেন্দুর পর এবারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরে ব্য়ানার

By

Published : Dec 6, 2020, 7:52 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরে পড়ল ব্য়ানার । গতকাল টালিগঞ্জের একটি সভায় রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের বেসুরো মন্তব্যের পরেই, আজ এই ব্য়ানার পড়ল ৷ যাকে কেন্দ্র করে দিনভর নাটক চলল রাজ্য় রাজনীতিতে ৷ এমনকী ঘুরিয়ে রাজীবকে বিঁধতে ছাড়েননি তাঁরই দলের সতীর্থ অরূপ রায় ৷


হাতিবাগান, গিরিশ পার্ক, শ্যামবাজার সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একাধিক ব্য়ানার ৷ আর সেই ব্য়ানারকে কেন্দ্র করেই সরগরম রাজ্য রাজনীতি । কে বা কারা এই ব্য়ানারগুলি লাগিয়েছে? তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর । বেশ কয়েকদিন আগে উত্তর কলকাতার এই এলাকাগুলোতে শুভেন্দু অধিকারীর নামে এমন পোস্টার পড়েছিল । সেই একই জায়গায় এবারে পড়ল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার । কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়া নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এবারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়া নিয়ে ফের বিড়ম্বনায় পড়ল তারা ৷

আরও পড়ুন : দলের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ, 'বেসুরো' অতীন ঘোষ

গতকাল টালিগঞ্জের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভপ্রকাশ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছিলেন, ‘‘যাঁরা মাঠে-ঘাটে কাজ করেন, তাঁরা গুরুত্ব পান না। ঠান্ডা ঘরে বসে মানুষকে যাঁরা বোকা বানাচ্ছেন, তাঁরা সামনের সারিতে চলে আসছে ৷’’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে গতকাল থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল তৈরি হয়েছে। আর তারপর আজ এই পোস্টার বিতর্ক ৷

আরও পড়ুন : সল্টলেকে শুভেন্দু অধিকারীর সমর্থনে ব্য়ানার

ABOUT THE AUTHOR

...view details