পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাজেট পেশের দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জানিয়েছে, কর্মীদের বেতন বৃদ্ধি ও অবসরপ্রাপ্তদের পেনশন বাড়ানোর দাবিতে 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে  ৷

Bank Strike
সঞ্জয় দাস

By

Published : Jan 15, 2020, 6:08 PM IST

Updated : Jan 15, 2020, 7:36 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : বেতন চুক্তি না হওয়ায় 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল রাজ্যের অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন । উল্লেখ্য, 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ UFBU-র প্রতিনিধিরা 13 জানুয়ারি (সোমবার) মুম্বইয়ে বৈঠকে বসেছিল IBA (ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন)- এর সঙ্গে ৷ বৈঠকে কর্মীদের বেতন সহ কয়েক দফা দাবি নিয়ে আলোচনা হয় ৷ কিন্তু বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি ৷

ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জানিয়েছে, কর্মীদের বেতন বৃদ্ধি ও অবসরপ্রাপ্তদের পেনশন বাড়ানোর দাবিতে 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ IBA-র অনড় মনোভাবের জন্য বৈঠকে কোনও সমাধান সূত্রে মেলেনি । UFBU (ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস)-র অভিযোগ, কাজের চাপ যেভাবে বেড়েছে, সেই পরিমাণে কর্মীদের বেতন বাড়েনি ৷ বেতন বাড়ানোর দাবির পাশাপাশি 5 দিনের সপ্তাহ চালুর দাবি করা হয়েছিল ।

এই দাবিগুলি নিয়েই ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক ইউনিয়নগুলির মিলিত সংগঠন

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন-এর পশ্চিমবঙ্গ শাখার তরফে সঞ্জয় দাস জানিয়েছেন, কর্মীদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার ফলেই ধর্মঘট ডাকা হয়েছে ৷ তিনি বলেন, "নতুন বেতন চুক্তির জন্য বারবার আলোচনা হয়েছে । কিন্তু সরকার অনড় থাকায় ধর্মঘটকেই শেষ হাতিয়ার হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছি আমরা । দায়িত্ব বাড়লেও বেতন বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ বেড়েছে কর্মীদের মধ্যে । সমস্যা না মিটলে এপ্রিল থেকে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হবে ৷"

Last Updated : Jan 15, 2020, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details