কলকাতা, 27 জুন : ঘোষণা করেও ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যাংক ইউনিয়নগুলি । তাই আজ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের (United Forum of Bank Union) তরফে ডাকা যে ব্যাংক ধর্মঘট (Bank Strike) হওয়ার কথা ছিল, তা হয়নি ৷ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের (Indian Bank Association) সঙ্গে আলোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দিয়েছে একাধিক ব্যাংক সংগঠন । ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন নেতৃত্বের দাবি, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন আলোচনায় বসতে রাজি হয়েছে (Bank strike called off after IBA agrees to discuss unions demands) । সেই আলোচনায় তাদের দাবি পূরণ না হলে ধর্মঘটে যাওয়া হবেই ।
কয়েকদিন আগেই ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে 27 জুন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনগুলি । সপ্তাহে পাঁচ দিন কাজ, পেনশন-সহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট ডেকেছিল ব্যাংক ইউনিয়নগুলি । এছাড়াও পেনশনভোগীদের জন্য পেনশন আপডেট, সকল ব্যাঙ্ক কর্মচারীদের পুরনো পেনশন স্কিম লাগু করার দাবিও তুলেছে ব্যাংক ইউনিয়নগুলি । ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের মধ্যে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল অর্গানাইজেশন অব ব্যাংক ওয়ার্কার্স-এর মতো সংগঠনগুলি রয়েছে ।