পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নয়া পদ্ধতিতে এটিএম জালিয়াতি, 40 লাখ টাকা গায়েব কলকাতায় - দিল্লি

এটিএম লুঠের নয়া পন্থা ৷ দিল্লির পর এবার কলকাতার তিনটি এটিএম থেকে ব্যাংক কর্তৃপক্ষের নজর এড়িয়ে প্রায় 40 লাখ টাকা লুঠ করা হয়েছে ৷ তাও আবার এটিএম না ভেঙে ৷ একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে সংশ্লিষ্ট ব্য়াংক সার্ভার ও এটিএময়ের সংযোগ বিচ্ছিন্ন করে মোটা অংকের টাকা বের করে নেওয়া হচ্ছে ৷

bank-and-atm-servers-disconnected-by-fraud-and-rs-40-lakh-looted-in-kolkata
ব্য়াংক সার্ভার ও এটিএম’র সংযোগ বিচ্ছিন্ন করে 40 লাখ টাকা লুঠ কলকাতায়

By

Published : May 30, 2021, 8:13 PM IST

কলকাতা, 30 মে : দিল্লির কায়দায় এবার কলকাতাতেও নতুন পদ্ধতিতে শুরু এটিএম জালিয়াতি ৷ এটিএম না ভেঙেই দেদার টাকা গায়েব করে দিচ্ছে এই নতুন সাইবার দস্যুরা । এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, এটিএম থেকে টাকা তুলতে জালিয়াতরা একটি যন্ত্রের সাহায্যে নিচ্ছে । এই যন্ত্রের সাহায্যে এটিএম থেকে টাকা বের করে নিচ্ছে চক্রটি ।

তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা এবং ব্যাংক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা একাধিক সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন ৷ সেই আলোচনায় তাঁরা জানতে পেরেছেন, যত অংকের টাকা তোলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে মেশিনকে। তার থেকে কয়েক গুণ বেশি টাকা এটিএম থেকে বেরচ্ছে । জানা গিয়েছে, এটিএমের সফটওয়্যার জালিয়াতি করেই এই গোটা প্রক্রিয়াটি ঘটানো হচ্ছে ।

জালিয়াতরা প্রথমে এটিএময়ের সঙ্গে একটি তার যুক্ত করছে । এরপর সেই তার তাদের নিজেদের কাছে থাকা মেশিনটির সঙ্গে জুড়ে দিচ্ছে ৷ এর পরেই যত অঙ্কের টাকা সেখানে তোলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে । ঠিক তার বেশি অঙ্কের টাকা এটিএম থেকে অনায়াসেই বেরিয়ে আসছে । দিল্লিতে প্রথমে এই ঘটনা একাধিক ঘটেছে ৷ এবার কলকাতাতেও এই ঘটনা সামনে এল ৷ জানা গিয়েছে, গত, 9 দিনে ধরে প্রায় 40 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে এটিএম থেকে ৷

আরও পড়ুন : এটিএম লুট করতে গিয়ে পুলিশের জালে 2

গোয়েন্দা প্রধান জানিয়েছেন, উত্তর কলকাতার কাশীপুর থানা এলাকা, মধ্য কলকাতার নিউমার্কেট থানা এলাকা এবং দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকা থেকে টাকা এই পদ্ধতিতে এটিএম লুঠ হয়েছে ৷ নিউমার্কেটের একটি এটিএম থেকে এভাবে 18 লাখ 80 হাজার টাকা তোলা হয়েছে । যাদবপুর থানা এলাকার একটি এটিএম থেকে 13 লাখ 80 হাজার টাকা এবং কাশীপুর থানা এলাকার একটি এটিএম থেকে 7 লাখ টাকা তোলা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details