পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সীমান্তে বাংলাদেশী যুবককে অপহরণ, সোনারপুরে গ্রেফতার অভিযুক্ত - সোনারপুরে গ্রেফতার অভিযুক্ত

অভিযোগ, যুবককে অপহরণ করে পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী । ধৃত ব্যক্তি জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে অনুমান পুলিশের।

Bangladeshi youth abducted at border Accused arrested in Sonarpur
Bangladeshi youth abducted at border Accused arrested in Sonarpur

By

Published : Mar 18, 2021, 8:34 AM IST

কলকাতা, 18 মার্চ : ভারত-বাংলাদেশ সীমান্তে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসা এক বাংলাদেশী যুবককে অপহরণের অভিযোগে গ্রেফতার এক । অভিযোগ, যুবককে অপহরণ করে পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী ।

আরও পড়ুন: শিল্পপতিকে অপহরণ কাণ্ডে মূলচক্রী গ্রেফতার

বুধবার গোপন তল্লাশি চালিয়ে দক্ষিণ 24 পরগনা সোনারপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা । পাশাপাশি উদ্ধার করা হয় অপহৃত বাংলাদেশী যুবক হাফিজ মাওলানা মোহাম্মদ মনমুর হোসেনকে । জানা গিয়েছে, চলতি মাসের 13 তারিখে লালবাজারে একটি লিখিত অভিযোগ জমা পড়ে । অভিযোগ করেন বাংলাদেশের বাসিন্দা মোহাম্মদ এনামুল হক ফারুক । অভিযোগে বলা হয়, তাঁর ভাই চলতি মাসের 7 তারিখে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে যায় । এরপর ভিডিয়ো কলিংয়ে ফারুকের কাছে অপহরণকারীদের ফোন আসে । ফোনে হুমকি দেওয়া হয়, এক কোটি টাকা না দিলে ভাইকে প্রাণে মেরে ফেলা হবে । এরপরই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা ।

ফোনের লোকেশন ট্র্যাক করে জানা যায়, দক্ষিণ 24 পরগনার সোনারপুরে একটি বাড়ি ভাড়া করে লুকিয়ে রয়েছে অভিযুক্ত । যা জানার পর সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ এইসঙ্গে উদ্ধার করা হয় অপহৃত যুবককে ।

লালবাজার সূত্রে খবর, ধৃত অভিযুক্তের নাম মুক্তার হোসেন ৷ তার বাড়ি অসমে । কেন সে বাংলাদেশী যুবককে অপহরণ করেছিল তা খতিয়ে দেখছে গোয়েন্দারা । অন্যদিকে, ধৃত ব্যক্তি জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে অনুমান পুলিশের।

ABOUT THE AUTHOR

...view details