কলকাতা, 12 সেপ্টেম্বর : দুর্গাপুজোর আগে ভোজনরসিক বাঙালির জন্য সুখবর । বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিতে সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনা সরকার । দুর্গাপুজোর কথা মাথায় রেখে বাংলাদেশ থেকে 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সে দেশের প্রশাসন । এক মাসের মধ্যে বাংলাদেশের ইলিশ ঢুকে যাবে রাজ্যে । দাম হতে পারে কমপক্ষে 800 টাকা থেকে 1200 টাকা প্রতি কেজি ।
দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যবাসী । তবে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ এ মাকসুদ বলেন, ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেওয়া উচিত বাংলাদেশের ।
আগামী সপ্তাহের শুরুতেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে প্রথম ধাপে ঢুকতে চলেছে পদ্মার ইলিশ । বাংলায় দুর্গাপুজোর কথা মাথায় রেখে বাংলাদেশের নয়টি রপ্তানিকারী সংস্থাকে মোট 1450 টন ইলিশ রপ্তানি করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে ।