পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol and Ballygunge By-Election : মার্চের শুরুতে আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন করাতে উদ্যোগী কমিশন - মার্চের শুরুতে আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন করাতে উদ্যোগী কমিশন

আগামী 7 মার্চ আসানসোল ও বালিগঞ্জ এই দুই কেন্দ্রে উপনির্বাচন করানোর উদ্যোগ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Ballygunge and Asansol by election likely to take place on March 7)। কমিশন সূত্রেই মঙ্গলবার একথা জানানো হয়েছে।

Asansol and Ballygunge By-Election
মার্চের শুরুতে আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন করাতে উদ্যোগী কমিশন

By

Published : Jan 25, 2022, 6:09 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই এ রাজ্যের দু'টি কেন্দ্রে উপনির্বাচন সেরে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী 7 মার্চ আসানসোল ও বালিগঞ্জ এই দুই কেন্দ্রে উপনির্বাচন করানোর উদ্যোগ নিচ্ছে তারা (Ballygunge and Asansol by election likely to take place on March 7)। কমিশন সূত্রেই মঙ্গলবার একথা জানানো হয়েছে।

এদিন জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ভাষা ভবনে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রীয় উপনির্বাচন দিনক্ষণের আভাস দেওয়া হয়। সরস্বতীর পুজোর ঠিক পরেই অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দুই কেন্দ্রে উপনির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে 7 মার্চ আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে সেখানে ৷

আরও পড়ুন : Municipal Corporation Election 2022 : তিন পৌরনিগমে প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, আসানসোলে লড়ছেন না জিতেন্দ্র

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এবং বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করায় যথাক্রমে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যেই তা সেরে ফেলতে উদ্যোগী কমিশন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details