পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ব্যালট ফিরিয়ে আনা হবে না, মমতার দাবি ওড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার - Chief Election Commissioner of India Sunil Arora informed this

আজ দু'দিনের সফরে কলকাতায় আসেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ৷ জানান, ব্যালট ফেরানোর প্রশ্নই নেই ।

সুনীল অরোরা

By

Published : Aug 9, 2019, 2:13 PM IST

Updated : Aug 9, 2019, 2:44 PM IST

কলকাতা, 9 অগাস্ট : গণতন্ত্র ফেরাতে ব্যালট ফেরানোর দাবি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ কলকাতায় দাঁড়িয়ে সেই দাবি কার্যত উড়িয়ে দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা । জানান, ব্যালট ফেরানোর প্রশ্নই নেই । পাশাপাশি বাংলায় NRC-র বিষয়টি তাঁর জানা নেই বলেন ৷

ভিডিয়োয় শুনুন সুনীল অরোরার বক্তব্য...

আরও পড়ুন : পৌরভোট ব্যালটে হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর, এক্তিয়ার নেই বলছে আইন

লোকসভা নির্বাচনের আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিরোধীরা ৷ আশঙ্কাটা ছিল EVM কারচুপি নিয়ে । চলতি বছরের জানুয়ারিতে ব্রিগেডের ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে ফারুক আবদুল্লা থেকে শুরু করে যশোবন্ত সিনহা সেই আশঙ্কার কথাই জানান ৷ সেইসঙ্গে EVM বাতিলের দাবিও করেন । পরে বিরোধীদের তরফে দাবি করা হয় সব VVPAT গণনা করতে হবে । শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বিধানসভা পিছু 5টি করে VVPAT গণনা হয় । ভোট গণনার দিন, দেশের কোনও প্রান্তেই গরমিলের অভিযোগ ওঠেনি । কিন্তু কয়েকদিন পর EVM কারচুপির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "ভোটে জিততে সব সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করেছে BJP । EVM-এ কারচুপি করে এই জয় । EVM-এ ভোট চাই না । চাই ব্যালটে ভোট হোক । বাংলা থেকে শুরু হবে আন্দোলন । এই দাবিতে জনসংযোগ যাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা) করবে তৃণমূল । নেতৃত্বে থাকবেন বিধায়করা ।" জানান, পাহাড় থেকে সাগর সর্বত্র গণতন্ত্র বাঁচাও যাত্রা চলবে । ওই যাত্রার জন্য সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোর কমিটিও গঠন করেছেন তিনি । ওই কমিটিই ঠিক করবে যাত্রাপথ । যাত্রার সময় বিধায়করা মানুষের ঘরে ঘরে যাবেন । চলবে জনসংযোগ । স্লোগান হবে, "গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও ৷ EVM চাই না, ব্যালট চাই । "

আরও পড়ুন : "EVM নয় ব্যালট চাই " , চলল মিছিল শহিদ দিবসে

তিনি আরও বলেন, "রাজ্যবাসীকে বোঝানো প্রয়োজন EVM গণতন্ত্রের জন্য বিপজ্জনক । কীভাবে EVM-এর মাধ্যমে ভোটে কারচুপি হচ্ছে । এই আন্দোলনে বাংলা পথ দেখাবে ।" অর্থাৎ গোটা দেশেই এই আন্দোলন নিয়ে যেতে চান তৃণমূল সুপ্রিমো । 21 জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের মূল স্লোগান ছিল," ব্যালট ফিরিয়ে দাও ।" সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের কর্পোরেশন এবং পৌরসভার নির্বাচন ব্যালটেই হবে ।

আরও পড়ুন : মহারাষ্ট্রে ব্যালট ফেরানোর আন্দোলনে মমতাকে পাশে চাইছেন রাজ ঠাকরে

আজ দু'দিনের সফরে কলকাতায় এসেছেন সুনীল অরোরা । বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের স্পষ্ট জানিয়েদেন, EVM-এর বিষয়ে কমিশনের মনোভাব । বলেন, "আমরা ব্যালট ফেরাচ্ছি না । এবিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ।" পাশাপাশি NRC নিয়ে বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে NRC হচ্ছে । অসমে এখন হচ্ছে । পশ্চিমবঙ্গের বিষয়টি জানা নেই ।" জম্মু-কাশ্মীরে নির্বাচন প্রসঙ্গে বলেন, "এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে এগোনো হয়নি । আমরা স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকটি মন্ত্রকের সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে তারপর বিষয়টি ঠিক করব ।"

Last Updated : Aug 9, 2019, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details