কলকাতা, 9 অগাস্ট : গণতন্ত্র ফেরাতে ব্যালট ফেরানোর দাবি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ কলকাতায় দাঁড়িয়ে সেই দাবি কার্যত উড়িয়ে দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা । জানান, ব্যালট ফেরানোর প্রশ্নই নেই । পাশাপাশি বাংলায় NRC-র বিষয়টি তাঁর জানা নেই বলেন ৷
আরও পড়ুন : পৌরভোট ব্যালটে হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর, এক্তিয়ার নেই বলছে আইন
লোকসভা নির্বাচনের আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিরোধীরা ৷ আশঙ্কাটা ছিল EVM কারচুপি নিয়ে । চলতি বছরের জানুয়ারিতে ব্রিগেডের ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে ফারুক আবদুল্লা থেকে শুরু করে যশোবন্ত সিনহা সেই আশঙ্কার কথাই জানান ৷ সেইসঙ্গে EVM বাতিলের দাবিও করেন । পরে বিরোধীদের তরফে দাবি করা হয় সব VVPAT গণনা করতে হবে । শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বিধানসভা পিছু 5টি করে VVPAT গণনা হয় । ভোট গণনার দিন, দেশের কোনও প্রান্তেই গরমিলের অভিযোগ ওঠেনি । কিন্তু কয়েকদিন পর EVM কারচুপির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "ভোটে জিততে সব সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করেছে BJP । EVM-এ কারচুপি করে এই জয় । EVM-এ ভোট চাই না । চাই ব্যালটে ভোট হোক । বাংলা থেকে শুরু হবে আন্দোলন । এই দাবিতে জনসংযোগ যাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা) করবে তৃণমূল । নেতৃত্বে থাকবেন বিধায়করা ।" জানান, পাহাড় থেকে সাগর সর্বত্র গণতন্ত্র বাঁচাও যাত্রা চলবে । ওই যাত্রার জন্য সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোর কমিটিও গঠন করেছেন তিনি । ওই কমিটিই ঠিক করবে যাত্রাপথ । যাত্রার সময় বিধায়করা মানুষের ঘরে ঘরে যাবেন । চলবে জনসংযোগ । স্লোগান হবে, "গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও ৷ EVM চাই না, ব্যালট চাই । "