পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ বৈশাখীর

শুক্রবার মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Baisakh Bandhopadhyay
বৈশাখী বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 21, 2020, 1:09 AM IST

Updated : Mar 21, 2020, 1:18 AM IST

কলকাতা, ২১ মার্চ: মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। উচ্চ শিক্ষা দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বুধবার কলেজের পরিচালন সমিতির বৈঠককে কেন্দ্র করে তৈরি হয় অশান্তির সূত্রপাত। ওই দিন শিক্ষামন্ত্রীর আচরণ নিয়ে অভিযোগ তোলেন বৈশাখী। তীব্র অসন্তোষ মনে বিকাশ ভবন ছেড়েছিলেন মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কার্যত সেদিনই পদত্যাগের সলতে পাকান তিনি।


আগেও একবার মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। কিন্তু সেবারে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে কাজ চালানোর পরামর্শ দিয়েছিলেন। এমনকী কলেজের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন তিনি। সেইমতো বেশ চলছিল ।

কিন্তু গত দু' দিনের ব্যবধানে বদলায় গোটা চিত্র। মিল্লি আল আমিন কলেজের দীর্ঘদিনের সমস্যা মেটাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও পরিচালন সমিতির সঙ্গে বুধবার বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। এই বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী পরিচালন সমিতির পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এমনকি সেদিনের বৈঠকে তাঁর সঙ্গে আচরণ ঠিক হয়নি বলেও অভিযোগ করেছেন বৈশাখী। সেই সূত্র ধরে আজ ক্ষোভের সঙ্গে উচ্চ শিক্ষা দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। যদিও বৈশাখীর পদত্যাগ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, বৈশাখীর পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রী নন, সিদ্ধান্ত নেবে উচ্চ শিক্ষা দপ্তর।

Last Updated : Mar 21, 2020, 1:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details