কলকাতা, 7 জুলাই : শোভনের গালে বৈশাখীর চুম্বন ৷ তাও আবার কলকাতার প্রাক্তন মহানাগরিকের জন্মদিনে ৷ এমন ছবি সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে আচমকা এসে হাজির হলে হইচই তো হবেই ৷ আর হয়েছেও তাই৷ মুহূর্তে ভাইরাল হয়েছে চার দেওয়ালের মধ্যে শোভন-বৈশাখীর ব্যক্তিগত মুহূর্তের এই ছবি ৷
জন্মদিনে বৈশাখীর চুম্বনে ভাইরাল শোভন বৃহস্পতিবার বেলায় ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে 11টি ছবি পোস্ট করা হয় ৷ সঙ্গে লেখা হয়, ‘হ্যাপি বার্থডে মাই লাইফলাইন’ (Baisakhi banerjee Celebrates Sovan Chatterjee Birthday) ৷ সেই ছবিগুলির কোনওটিতে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) একত্রে দেখা গিয়েছে ৷ কোথাও আবার মেয়ে মেহুলের সঙ্গে শোভনকে নিয়ে এক ফ্রেমে দেখা যাচ্ছে বৈশাখীকে ৷ মেহুল ও শোভনের ছবি রয়েছে সেখানে ৷ কিন্তু সব পেরিয়ে নজর কেড়েছে চার নম্বর ছবিটি ৷ ওই ছবিতেই দেখা বৈশাখীকে শোভনের গালে চুম্বন দিতে দেখা গিয়েছে ৷
মেহুলের সঙ্গে শোভন-বৈশাখী শোভন-বৈশাখীর বন্ধুত্বের জুটি যেদিন প্রথম সামনে আসে, সেদিন থেকেই তাঁদের প্রতিটি পদক্ষেপেই নজর থেকে সকলের ৷ তাঁদের পোশাকের রংমিলান্তি থেকে একে-অপরের বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করা, সবকিছুর আপডেট সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছে ৷ এর আগে দশমীর দিন যখন বৈশাখীকে সিঁদুর পরিয়েছেন শোভন, তখনও ভাইরাল হয়েছেন বাংলার এই বহু চর্চিত জুটি ৷ স্বাভাবিকভাবে তাই তাঁদের এদিনের এমন একটি ছবি ভাইরাল হতে সময় নেয়নি ৷
মেহুলের সঙ্গে শোভন-বৈশাখী উইকিপিডিয়া বলছে, শোভন চট্টোপাধ্য়ায়ের আজ জন্মদিন (Sovan Chatterjee Birthday) ৷ 1964 সালের 7 জুলাই তাঁর জন্ম ৷ সেই হিসেবে ঊনষাটে পা দিলেন প্রাক্তন বিধায়ক ৷ তাই বৈশাখীর এই ছবিগুলির কমেন্ট বক্স উপচে পড়েছে জন্মদিনের শুভেচ্ছায় ৷
আরও পড়ুন :Sovan Baisakhi in Kashmir : ভূস্বর্গে রোমান্টিক মুডে ! দেখে নিন শোভন-বৈশাখীর কাশ্মীর ফাইলস