কলকাতা, 22 মার্চ: বিদায়ি কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছিলেন থিম সং প্রকাশ করেননি। ভিলেন হল তাঁরই একটি টুইট। সংশ্লিষ্ট মহল বলছে, নিজের জালেই জড়িয়ে পড়েছেন বাবুল সুপ্রিয়। থিম সং-টি তিনি প্রকাশ করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। সূত্রের খবর, সেটাই অস্ত্র করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।
বিতর্কের কেন্দ্রে রাজ্য BJP-র জন্য বাবুল সুপ্রিয়র গাওয়া থিম সং। যা নিয়ে বেজায় চটেছে তৃণমূল। কমিশনের অনুমোদন না নিয়ে থিম সং প্রকাশ করায় ইতিমধ্যেই শোকজ় করা হয়েছে বাবুল সুপ্রিয়কে। কমিশনের কাছে গানের বিষয় নিয়ে জমা পড়েছে অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের তরফে এক আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক আইনজীবী বাবুলের তৈরি থিম সংয়ের সিডি দিয়ে গানের বিষয়বস্তু নিয়ে একগুচ্ছ অভিযোগ আনেন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে সেই অভিযোগের কথা। বিষয়টি তারা খতিয়ে দেখছে। সূত্রের খবর, গানের বিষয় নিয়েও নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ।