কলকাতা, 17 অক্টোবর : অবশেষে বাবুল সুপ্রিয়কে সময় দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ আর তার পরেই ইস্তফা দিতে চলেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ আগামী 19 অক্টোবর, মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে সময় দিয়েছেন ৷ সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই নিজের পদত্যাগপত্র অধ্যক্ষের হাতে তুলে দেবেন এই তারকা সাংসদ ৷ লোকসভা সচিবালয় সূত্রে খবর, বাবুলকে সকাল 11টায় সময় দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ৷ এর আগে একাধিক বার চিঠি লিখে তাঁর কাছে সময় চেয়েছিলেন বাবুল ৷ কিন্তু, তখন তাঁকে অধ্যক্ষ সময় দেননি ৷ রবিবার লোকসভা সচিবালয় সূ্ত্রে জানা গিয়েছে, 19 অক্টোবর, মঙ্গলবার সকালে বাবুলকে দেখা করার সময় দেওয়া হয়েছে ৷
ঘনিষ্ঠ মহলে বাবুল জানিয়েছেন, তিনি যেহেতু দলত্যাগ করেছেন ৷ তাই নৈতিকতার স্বার্থে বিজেপির সাংসদ পদ ছাড়তে চান তিনি ৷ তবে, আসানসোলের মানুষের পাশে তিনি আগের মতোই থাকবেন ৷ বাবুল সুপ্রিয় এও বলেন, ‘‘আমি সারা জীবন একটা নৈতিকতার শিক্ষাকে সামনে রেখে চলেছি ৷ তৃণমূল কংগ্রেসে যোগদানের পর আসানসোলের সাংসদ হিসাবে থেকে যাওয়া আমার নৈতিকতায় বাধে ৷’’ তিনি জানিয়েছেন, সোমবার সকালে তিনি দিল্লি যাবেন ৷ সেক্ষেত্রে মঙ্গলবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন বাবুল ৷