পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"ঘাবড়াবেন না মোহনবাবু, ও ভ্যাকসিনে বিষ নাই !" মগনলাল মেঘরাজকে নিয়ে আসরে বাবুল - ও ভ্যাকসিনে বিষ নাই

"ঘাবড়াবেন না মোহনবাবু, ও ভ্যাকসিনে বিষ নাই !" ভুয়ো টিকাকাণ্ড (Fake Vaccination Case) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করতে সত্যজিত্ রায়ের মগনলাল মেঘরাজ (Maganlal Meghraj) চরিত্রকে নিয়ে আসরে নামলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷

Babul Supriyo used Satyajit Roy's Maganlal Meghraj character to attack Mamata Banerjee over Fake Vaccination Case
"ঘাবড়াবেন না মোহনবাবু, ও ভ্যাকসিনে বিষ নাই !" মগনলাল মেঘরাজকে নিয়ে আসরে বাবুল

By

Published : Jul 2, 2021, 12:56 PM IST

Updated : Jul 2, 2021, 2:21 PM IST

কলকাতা, 2 জুলাই :ভুয়ো টিকাকরণকাণ্ডে (Fake Vaccination Case) তোলপাড় গোটা রাজ্য ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের কীর্তিকলাপ নিয়ে প্রায় রোজই নতুন নতুন তথ্য সামনে আসছে ৷ তাঁর সঙ্গে জড়িয়েছে শাসক দলের প্রভাবশালী বেশ কয়েকজন নেতার নাম ৷ তৃণমূলও রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেবাঞ্জনের যোগসূত্র খুঁজে বের করেছে ৷ এই নিয়ে যখন চাপানউতোর চরমে, তখনই এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷

নকল টিকা নিয়ে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে টুইট করেছেন বাবুল সুপ্রিয় ৷ সেই টুইট করতে সত্যজিত্ রায়ের সৃষ্ট মগনলাল মেঘরাজের (Maganlal Meghraj) চরিত্রকে হাতিয়ার করেছেন তিনি ৷ তিনি মগনলাল মেঘরাজের একটি কার্টুন শেয়ার করেছেন ৷ সেখানে মগনলালকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "কি হালুয়ামোহনবাবু, ভ্যাকসিন পসন্দ হলো না ?...ঘাবড়াবেন না মোহনবাবু, ও ভ্যাকসিনে বিষ নাই ৷"

আরও পড়ুন:রাজ্যপালের সঙ্গে ছবি প্রকাশ্যে আসার পরেই গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

সত্যজিত্ রায়ের 'জয় বাবা ফেলুনাথ' ফিল্মের সেই হাড়হিম করা দৃশ্য এখনও সবার চোখে ভাসে ৷ মগনলাল মেঘরাজ নিজের বাড়িতে ডেকে এনে হুমকি দিয়েছিলেন ফেলুদা, তোপসে ও জটায়ুকে ৷ তাঁদের দিকে বন্দুক তাক করে ঘুষ নিয়ে তদন্ত থেকে সরে দাঁড়াতে বলেছিলেন স্মাগলার মগনলাল ৷ তবে ফেলুদা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ তাঁদের যে সরবত দেওয়া হয়েছিল, তা পান করতেও অস্বস্তিবোধ করেন জটায়ু ৷ তখনই তাঁকে মগনলাল মেঘরাজ বলেছিলেন, "ও সরবতে বিষ নাই ৷ বিষ খুব খারাপ জিনিস আমি মনে করি ৷ বিষের চেয়ে অন্য জিনিসে কাজ দেয় বেশি ৷"

আরও পড়ুন :রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল

সেই দৃশ্যের কার্টুনকে মিম হিসেবে ব্যবহার করেছেন বাবুল ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "কি করে পসন্দ হবে বলুন তো মশায় ?!!....'অনুপ্রেরণায়' ভ্যাকসিনও নকল, অফিসারও নকল...মাননীয়া এবং #টিএমছি শুধুই অস্বীকার করার খেলায় মেতেছে । 'নকল ভ্যাকসিন' মোটেও স্বস্তিদায়ক খবর নয় সমাজের জন্য... আর যা করুন না কেন, জীবনদায়ী এই ভ্যাকসিন নিয়ে রাজনীতি বন্ধ করুন মাননীয়া ৷"

আরও পড়ুন:বাসে বাদুড়ঝোলা ভিড়ে উধাও করোনা বিধি, মুখ্যমন্ত্রী শুনছেন...

এর আগেও প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে ছড়িয়ে পড়া একটি মিম টুইটারে শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেছিলেন বাবুল সুপ্রিয়৷

টিকা নিয়ে মিমে জটায়ু

টিকাকাণ্ডে সত্যজিত্ রায়ের ফেলুদার চরিত্র নিয়ে আরও মিম ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় ৷ জটায়ুর কার্টুন এঁকে মিম ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, "আমার নতুন উপন্যাস ৷ ভ্যাকসিনে গ্যামাকসিন ৷"

(ছবি, তথ্য বাবলু সুপ্রিয়র টুইটারের সৌজন্যে)

Last Updated : Jul 2, 2021, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details