কলকাতা, 2 জুলাই :ভুয়ো টিকাকরণকাণ্ডে (Fake Vaccination Case) তোলপাড় গোটা রাজ্য ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের কীর্তিকলাপ নিয়ে প্রায় রোজই নতুন নতুন তথ্য সামনে আসছে ৷ তাঁর সঙ্গে জড়িয়েছে শাসক দলের প্রভাবশালী বেশ কয়েকজন নেতার নাম ৷ তৃণমূলও রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেবাঞ্জনের যোগসূত্র খুঁজে বের করেছে ৷ এই নিয়ে যখন চাপানউতোর চরমে, তখনই এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷
নকল টিকা নিয়ে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে টুইট করেছেন বাবুল সুপ্রিয় ৷ সেই টুইট করতে সত্যজিত্ রায়ের সৃষ্ট মগনলাল মেঘরাজের (Maganlal Meghraj) চরিত্রকে হাতিয়ার করেছেন তিনি ৷ তিনি মগনলাল মেঘরাজের একটি কার্টুন শেয়ার করেছেন ৷ সেখানে মগনলালকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "কি হালুয়ামোহনবাবু, ভ্যাকসিন পসন্দ হলো না ?...ঘাবড়াবেন না মোহনবাবু, ও ভ্যাকসিনে বিষ নাই ৷"
আরও পড়ুন:রাজ্যপালের সঙ্গে ছবি প্রকাশ্যে আসার পরেই গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী
সত্যজিত্ রায়ের 'জয় বাবা ফেলুনাথ' ফিল্মের সেই হাড়হিম করা দৃশ্য এখনও সবার চোখে ভাসে ৷ মগনলাল মেঘরাজ নিজের বাড়িতে ডেকে এনে হুমকি দিয়েছিলেন ফেলুদা, তোপসে ও জটায়ুকে ৷ তাঁদের দিকে বন্দুক তাক করে ঘুষ নিয়ে তদন্ত থেকে সরে দাঁড়াতে বলেছিলেন স্মাগলার মগনলাল ৷ তবে ফেলুদা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ তাঁদের যে সরবত দেওয়া হয়েছিল, তা পান করতেও অস্বস্তিবোধ করেন জটায়ু ৷ তখনই তাঁকে মগনলাল মেঘরাজ বলেছিলেন, "ও সরবতে বিষ নাই ৷ বিষ খুব খারাপ জিনিস আমি মনে করি ৷ বিষের চেয়ে অন্য জিনিসে কাজ দেয় বেশি ৷"
আরও পড়ুন :রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি, সরব তৃণমূল