কলকাতা, 3 অগস্ট : 7 জুলাই, 2021 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিলেন বাবুল সুপ্রিয় (Bengal Minister Babul Supriyo) ৷ 392 দিন পর, 2022-এর 3 অগস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভায় জায়গা পেলেন তিনি ৷ বুধবার বিকেলে রাজভবনে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই তাই তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ৷
একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে গত বছর 3 অগস্ট তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন ৷ আর ঠিক এক বছর পর আজ, 2022-এর 3 অগস্ট আবার তিনি মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৷ বিষয়টিকে কাকতালীয় হিসেবেই দেখছেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ৷
গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ তার পর জানিয়েছিলেন যে রিজার্ভ বেঞ্চে বসতে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেননি ৷ বরং তিনি খেলতে চান ফার্স্ট ইলেভেনে ৷ গায়ক থেকে নির্বাচনীর ময়দান হয়ে কেন্দ্রীয় সরকারের অন্দরমহলে বাবুলের ধূমকেতুর মতো উত্থান হয়েছিল ৷ আসানসোল থেকে ভোটে জিতেই জায়গা পেয়েছিলেন মোদির মন্ত্রী পরিষদে ৷ 2014-র পর 2019 সালেও তাঁর মন্ত্রিত্ব অটুট ছিল ৷ তাই তৃণমূলেও যে তিনি অচিরেই গুরুত্ব পেতে শুরু করবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন রাজনৈতিক পর্যেবক্ষকরা ৷
হয়েছেও তাই ৷ ঘাসফুল শিবিরে যোগদানের পর কয়েকমাস আড়ালে থাকলেও চলতি বছরের মার্চের গোড়ায় তাঁকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে (Ballygunge By-Election 2022) প্রার্থী করা হয় ৷ যে কেন্দ্রে উপ-নির্বাচন হয়েছিল সুব্রত মুখোপাধ্য়ায়ের প্রয়াণের কারণে ৷ ওই কেন্দ্র থেকে জয়ের পর মমতার ফার্স্ট ইলেভেনে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছিল বাবুলের জন্য ৷ যা বুধবার বিকেলে বাস্তবায়িত হল ৷